ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজেও খেলতে পারবেন না লিটন!

Litton Das
ফাইল ছবি: ফিরোজ আহমেদ

ওয়ানডেতে বাংলাদেশের চরম দুর্দশার মাঝে যোগ হচ্ছে আরেকটি খারাপ খবর। চোটের কারণে দলের বাইরে থাকা লিটন দাস আসন্ন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও ফিরছে না, পিঠের চোটে অন্তত ওয়ানডে সিরিজে তার খেলার সম্ভাবনা নেই।

৩১ বছর বয়সী এই ব্যাটার প্রায় এক মাস ধরে মাঠের বাইরে আছেন। এশিয়া কাপ টি২০ সুপার ফোরে ভারতের বিপক্ষে ম্যাচের আগে অনুশীলনের সময় তিনি চোট পান। এরপর ভারত ও পাকিস্তানের বিপক্ষে সুপার ফোরের দুটি গুরুত্বপূর্ণ ম্যাচে তিনি খেলতে পারেননি। এই চোটেই আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ মিস করেন।

গতকাল লিটনের এমআরআই স্ক্যান করা হয়েছে, এবং চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে নির্বাচকেরা সেই রিপোর্টের অপেক্ষায় আছেন। তবে পর্যবেক্ষণ করে নেতিবাচক আভাসই পেয়েছেন নির্বাচকরা।

প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বলেছেন, লিটনের খেলার সম্ভাবনা 'অত্যন্ত ক্ষীণ', কারণ তিনি এখনো পূর্ণ অনুশীলনে ফিরতে পারেননি। লিপু বলেন, 'যদি কেউ পুরোপুরি ব্যাটিং শুরুই করতে না পারে, তাহলে তাকে দলে নেওয়ার কোনো প্রশ্নই আসে না।'

প্রধান নির্বাচক জানান স্ক্যান রিপোর্ট পাওয়ার পর বোঝা যাবে লিটন কবে ব্যাটিং অনুশীলন শুরু করবেন, 'স্ক্যান রিপোর্ট পাওয়ার পর চিকিৎসকরা সিদ্ধান্ত নেবেন তিনি কখন অনুশীলন শুরু করতে পারবেন। চোটের ধরণ অনুযায়ী এখনই ব্যাটিং শুরু করার কথা ছিল, কিন্তু সেটা কিছুটা দেরি হয়ে গেছে বলে মনে হচ্ছে।'

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৮ অক্টোবর মিরপুরে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ, র‍্যাঙ্কিংয়ের হিসেব নিকেশের কারণে যা খুব গুরুত্বপূর্ণ।  ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দল আজ ঘোষণা করা হতে পারে, তবে লিটনের অনুপস্থিতি প্রায় নিশ্চিত। চট্টগ্রামে ২৭ অক্টোবর শুরু হতে যাওয়া টি২০ সিরিজেও তার খেলা অনিশ্চিত।

ওয়ানডে ফরম্যাটে লিটনের সাম্প্রতিক পারফরম্যান্স খারাপ। শেষ আট ইনিংসে তিনি দুই অঙ্ক ছুঁতে পারেননি। সেই ব্যর্থতার কারণেই তিনি আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির দলে জায়গা হারান। তবে টি২০ ফরম্যাটে তিনি নিজেকে কিছুটা পুনরুদ্ধার করেছেন—এই বছর মে মাসে অধিনায়কত্ব পাওয়ার পর শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজে প্লেয়ার অব দ্য সিরিজ হয়েছেন।

নির্বাচকেরা ওয়েস্ট ইন্ডিজ সিরিজে অভিজ্ঞতার ভারসাম্য ফেরাতে তাকে দলে ফেরানোর পরিকল্পনা করেছিলেন, কিন্তু এখন তাকে বাদ দিয়েই পরিকল্পনা সাজাতে হচ্ছে। সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ দল আজ ঢাকায় পৌঁছানোর কথা।

ওয়ানডে ফরম্যাটে জাতীয় দলের পারফরম্যান্স নিয়ে চলমান সমালোচনার মধ্যে গাজী আশরাফ স্বীকার করেন, 'আমাদের হাতে বিকল্প খুব কম। যেটুকু আছে, সেটুকু নিয়েই কাজ করতে হচ্ছে।'

হতাশ কণ্ঠে তিনি আরও বলেন, 'ওয়ানডে ফরম্যাটে আমাদের একটাই ঘরোয়া লিগ আছে। সেখানে এখন বিদেশিরা খেলে না। জাতীয় দলের কতজনই বা সেখানে সুযোগ পান? যদি 'এ' দলের ম্যাচ সংখ্যা বাড়াতে না পারি, তাহলে ২০২৭ সালের বিশ্বকাপে দলের কাছ থেকে কী আশা করা যায়?'

Comments

The Daily Star  | English

Bangladesh High Commission in New Delhi suspends all consular and visa services

Development comes two days after a group held demonstration in front of the mission

2h ago