‘আমার মনে হয় না কেউ “না” করবে’, টেস্ট অধিনায়কত্ব নিয়ে লিটন
২০২৩ সালে ঐতিহ্যবাহী ব্লেজার চাপিয়ে বাংলাদেশের দ্বাদশ টেস্ট অধিনায়ক হিসেবে টস করতে নেমেছিলেন লিটন দাস। সেবার নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানের অনুপস্থিতিতে দায়িত্ব সামলেছিলেন তিনি। সাকিবের পর তারই স্থায়ী দায়িত্ব পাওয়ার কথা থাকলেও প্রেক্ষাপট বদলে যায়। নাজমুল হোসেন শান্ত হন পরবর্তী টেস্ট অধিনায়ক। তবে ৮ টেস্ট পর শান্ত ইস্তফা দিলে এই পদ আবার ফাঁকা। শূন্য জায়গা পূরণে আগ্রহী লিটনও। টেস্ট অধিনায়কত্বের সম্মানটা পেতে চান তিনি। তবে এখনো বিসিবির নীতি নির্ধারকদের সঙ্গে আলাপ হয়নি তার।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ চলাকালীন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছিলেন, টেস্ট অধিনায়কত্ব নিয়ে তিন-চারজনের সঙ্গে আলাপ করবেন তারা।
শোনা যায় সেই তালিকার অন্যতম একজন লিটন। এছাড়াও সাবেক টেস্ট অধিনায়ক মুমিনুল হক, ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ও ছেড়ে দেওয়া শান্তও ছিলেন বিবেচনায়। সূত্রের খবর শান্ত অধিনায়কত্বে ফিরতে আর আগ্রহী না। বাকিদের মধ্যে একজনই নিবেন এই দায়িত্ব। সেখানে লিটনের সম্ভাবনা যথেষ্ট।
আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত তিনি সংক্ষিপ্ত সংস্করণের অধিনায়ক। টেস্টেও দায়িত্ব পেলে দুই সংস্করণের অধিনায়ক হবেন তিনি। রোববার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগের দিন চট্টগ্রামে এই প্রসঙ্গে কথা বলেছেন তিনি।
এক প্রশ্নের জবাবে লিটন জানান তার সঙ্গে বিসিবির আনুষ্ঠানিক আলাপ হয়নি, তেমন প্রস্তাব পেলে না করার কারণ দেখছেন না ডানহাতি ব্যাটার, 'খুব কঠিন ভাইয়া (জবাব দেওয়া)। এখন পর্যন্ত এ বিষয়ে নিয়ে আমি কিছু জানি না। তারা যদি যোগ্য মনে করে, অবশ্যই তারা আমার সঙ্গে কথা বলবে। দেখা যাক, কী সিদ্ধান্ত হয়।'
'খেলোয়াড় হিসেবে আপনি যখন খেলবেন, টেস্ট ক্রিকেটে অধিনায়কত্ব (আপনার কাছে) অনেক বড় পাওয়া। আমার মনে হয় না কেউ না করবে। কিন্তু তাদের (বিসিবি) পক্ষ থেকে এখনো কিছু বলা হয়নি।'


Comments