চট্টগ্রাম থেকে

‘৭০ নাকি ৭৫ লাখ?’, বিপিএলের নিলামে নিজের মূল্য নিয়ে দ্বিধাগ্রস্ত লিটন

Litton Das

বিপিএলের নিলামে ৭০ লাখ টাকা দাম পেয়েছেন, এতে খুশি কিনা জানতে চাইলে প্রশ্নকর্তাকে থামিয়ে লিটন দাসের জিজ্ঞাসা, '৭৫ লাখ না, আমি তো জানতাম ৭৫ লাখ!' তাকে যখন শুধরে দেওয়া হলো তখন চওড়া হাসিতে বললেন, 'কোনো জায়গায় দেখলাম ৭০, কোনো জায়গায় ৭৫ আমি তো নিজেই কনফিউজড।'

এবার বিপিএলে প্রায় এক যুগ পর ফেরত আসে নিলাম। সরাসরি চুক্তিতে কোনো দলে যুক্ত না হওয়ায় নিলামে সবচেয়ে আকর্ষণীয় নাম ছিলেন জাতীয় দলের অধিনায়ক। তবে সবাইকে অবাক করে দিয়ে জাতীয় দলের বাইরে থাকা নাঈম শেখ পেয়ে যান ১ কোটি ১০ লাখ, আর লিটন দল পান কেবল ৭০ লাখে।

নিলামে লিটনের কম দাম পাওয়া নিয়ে যখন আলোচনা তুঙ্গে, তখন লিটন নাকি নিজেই নিজের দামটা ভালো করে খেয়াল করেননি।

গত রোববার বিপিএলের নিলামের দিন চট্টগ্রামে টিম হোটেলে জিমে ছিলেন লিটন, নিলামের দিকে তাই নজর রাখেননি। মঙ্গলবার আইরিশদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতে গণমাধ্যমের সামনে এলে বিপিএল প্রসঙ্গেও কথা বলেন তিনি। দাম নিয়ে দ্বিধা থাকলেও কম মূল্য নিয়ে আক্ষেপ বা হতাশা মুখে আনতে চাইলেন না ডানহাতি ব্যাটার।

বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক সবই ছেড়ে দিয়েছেন নিয়তির উপর, 'নিলাম ভালো। যদিও আমি দেখিনি, কারণ আমি ব্যস্ত ছিলাম, জিমে ছিলাম। আমার কাছে মনে হয়েছে জিমটা গুরুত্বপূর্ণ। অবশ্যই, পরবর্তীতে যদি আবার সুযোগ হয়, দেখব। কিন্তু দেখুন, সেটা আমার নিয়ন্ত্রণে নেই (বিপিএলের নিলাম)। আমার নিয়ন্ত্রণে যে জিনিসগুলো আছে, আমি সেটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করব। আমি ঈশ্বরে বিশ্বাস করি। যদি কখনও তিনি চান যে আমাকে বেশি টাকা দেবেন, তিনি এনে দেবেন। তার মনে হয়েছে যে ৭০ লাখ যথেষ্ট।'

এবার বিপিএলের নিলামে লিটনকে দলে নিতে আগ্রহ দেখায় রংপুর রাইডার্স ও সিলেট টাইটান্স। 'এ' ক্যাটাগরিতে থাকা লিটনের ভিত্তিমূল্য ছিলো ৫০ লাখ। নিলামে চারটি বিডের পর তাকে দলে পেয়ে যায় রংপুর।

 

Comments