শেখ মেহেদীর দারুণ বোলিংয়ের পর বাংলাদেশের লক্ষ্য ১৭১

Sheikh Mahedi Hasan
উইকেট পেয়ে শেখ মেহেদী হাসানের উল্লাস। ছবি: বিসিবি

আগ্রাসী শুরুতে উড়ছিল আয়ারল্যান্ড, দুইশোর সম্ভাবনায় থাকা দলটির ডানা টেনে ধরেন শেখ মেহেদী হাসান। একাদশে ফেরা অফ স্পিনারের দারুণ বোলিংয়ে নাগালে থাকা লক্ষ্যই পেয়েছে বাংলাদেশ।

শনিবার চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ মতিউর রহমান স্টেডিয়ামে দ্বিতীয় টি-টোয়েন্টিতে  ৬ উইকেটে ১৭০  রান করেছে আয়ারল্যান্ড। ৩২ বলে সর্বোচ্চ ৪১ রান করেন লোরকান টাকার। টিম টেক্টর ২৫ বলে ৩৮ ও পল স্টার্লিং করে যান ১৪ বলে ২৯ রান। শেখ মেহেদী ২৫ রানে নিয়েছেন ৩ উইকেট।

আগের ম্যাচে টস হেরে ব্যাটিং পেয়েছিলো আয়ারল্যান্ড, এবার টস জিতে ব্যাটিং বেছে নিয়ে তারা পায় ফের উড়ন্ত শুরু। শেখ মেহেদীর প্রথম ওভারে তিন চারে ১৩ নেন পল স্টার্লিং। আয়ারল্যান্ড অধিনায়ক স্লগ করেন নাসুম আহমেদকেও, বাঁহাতি স্পিনারের প্রথম ওভার থেকে আসে ১৪। একাদশে ফেরা মোহাম্মদ সাইফুদ্দিন নিজের প্রথম ওভার করতে এসে দেন ১৬। টিম টেক্টর তানজিম হাসান সাকিবকে পুল শটে উড়িয়ে পাঠান গ্যালারিতে। খানিক পর অবশ্য স্টার্লিং ফেরেন তানজিমের বলেই। ১৪ বলে ২ করা আইরিশ অধিনায়কের দারুণ ক্যাচ মুঠোয় জমান সাইফ হাসান। ততক্ষণে ২৮ বলে এসে গেছে ৫৭ রান।

পাওয়ার প্লের ৬ ওভারে ১ উইকেট হারিয়ে ৭৫ রান নিয়ে নেয় সফরকারীরা। উড়ন্ত আইরিশদের ডানা চেপে ধরেন শেখ মেহেদী। দ্বিতীয় উইকেটে ২১ বলে ৩১ রান যোগ করা দুই ভাই হ্যারি ও টিম টেক্টরের জুটি ভাঙেন তিনি। তার জোরের উপর করা ডেলিভারিতে এগিয়ে এসে খেলতে গিয়ে পরাস্ত হয়ে স্টাম্পিং হন ২৫ বলে ৩৮ করা টিম। আগের ম্যাচে ফিফটি করা হ্যারিকে থিতু হতে দেননি মেহেদী। ১১ বলে ১১ করে বোল্ড হয়ে যান তিনি।

শেখ মেহেদী তার শেষ ওভারে ফিরিয়ে দেন বেঞ্জামিন কাল্টিজকেও। প্রথম ওভারে ১৩ রান দিলেও ঘুরে দাঁড়িয়ে চার ওভারে ২৫ রানে ৩ উইকেট নিয়ে নেন এই অফ স্পিনার।

কঠিন পরিস্থিতিতে জর্জ ডকরেল ও টাকার ৫৬ রানের জুটি গড়লেও তারা লাগিয়ে দেন ৪৪ বল। শুরুর শক্ত ভিতের পরও দুইশোর কাছে যেতে পারেনি আইরিশরা।

Comments