আপনারা অনেকে ভাবেন আমি দলে থাকার মতন না: হৃদয়

Towhid Hridoy
ছবি: বিসিবি

আয়ারল্যান্ডের মতন র‍্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকা দলের বিপক্ষে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। এমন দিনে টি-টোয়েন্টিতে ক্যারিয়ার সেরা ইনিংস খেলেছেন তাওহিদ হৃদয়। ম্যাচের ফল যেমনই হোক, ব্যাটে যেহেতু রান পেয়েছেন হৃদয়ের মুখ থেকে বেরিয়ে এলো ঝাঁজালো খোঁচা। যেখানে সমালোচনাকারীদের দিকে থাকল ইঙ্গিত।

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ মতিউর রহমান স্টেডিয়ামে ৩৯ রানে হেরেছে বাংলাদেশ। প্রথম টি-টোয়েন্টিতে হেরে সিরিজে শুরুতেই পিছিয়ে লিটন দাসের দল। হারের চেয়েও হারের ধরণ এদিন ছিলো পীড়াদায়ক। ১৮২ রানের লক্ষ্যে ম্যাচের কোন ধাপেই জেতার পরিস্থিতি তৈরি করতে পারেনি স্বাগতিক দল।

হৃদয় ৫০ বলে অপরাজিত ৮২ রান করলেও তাতে প্রতিপক্ষের কিছু আসে যায়নি। ৭৪ রানে ৮ উইকেট পড়ার পর নিশ্চিত বড় হারের অবস্থা থেকে দলকে ১৪২ পর্যন্ত নিয়ে যেতে পেরেছেন টেল এন্ডারদের সঙ্গে জুটি গড়ে। ম্যাচের ফল অনুমিত হয়ে পড়ার পর এসেছে তার বেশিরভাগ রান।

তবে এমন ম্যাচ শেষেও খুব একটা হতাশ নন হৃদয়। এমন একটা ম্যাচের পর ব্যাখ্যা দিতে আসা কঠিন কিনা জানতে চাইলে শুরুতেই বলেন, 'আমার কাছে তো কঠিন না।'

ঘরোয়া ক্রিকেটে উপরে ব্যাট করে বড় ইনিংস খেলার নজির আছে তার। আন্তর্জাতিক ক্রিকেটেও উপরে ব্যাট করতে চান কিনা এমন এক প্রশ্নে বলেন, 'আমার কাছে তো এরকম মনে হয়নি। কারণ ক্রিকেট খেলা তো শুধু আমার একার খেলা না। আমি বিপিএলে উপরে ব্যাটিং করে এখানে জাতীয় দলে মিডলে খেলছি। দেখেন যেহেতু এটা দলীয় খেলা, উপরে তো এই মুহূর্তে খেলার মতো আসলে কোনো জায়গা নেই। এবং আপনারাও অনেকে হয়তোবা ভাবেন আমি দলে থাকার মতো না। তো ভাই, আমি যেখানে আছি আলহামদুলিল্লাহ ভালো আছি।'

গত এশিয়া কাপে গ্রুপ পর্বের ম্যাচ পর্যন্ত হৃদয়ের টানা ব্যর্থতা ছিলো সমালোচনার তুঙ্গে। সুপার এইটে শ্রীলঙ্কার বিপক্ষে এক ম্যাচে পান রান, এরপর আবার রান খরা। কয়েক ম্যাচ পর আয়ারল্যান্ডের বিপক্ষে রান পেলেও সেটা দলের কাজে আসেনি। তবে ডানহাতি এই ব্যাটার মনে করেন, সব কিছু ঠিকঠাকই চলছে।

Comments