তানজিদের ফিফটিতে আয়ারল্যান্ডকে উড়িয়ে সিরিজ বাংলাদেশের

Tanzid Hasan Tamim

বোলিংয়েই কাজ অনেকটা সেরে রেখেছিলেন মোস্তাফিজুর রহমান, রিশাদ হোসেনরা। মামুলি লক্ষ্যে নেমে পঞ্চাশ রানের ভেতর দুই উইকেট হারালেও তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমনের ব্যাটের ধারে পাত্তা পায়নি আয়ারল্যান্ড। অনায়াস জয়ে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ।

মঙ্গলবার চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে তৃতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশ জিতেছে ৮ উইকেটে। মাত্র ১১৮ রানের লক্ষ্য স্বাগতিক দল পেরিয়েছে  ৩৮  বল আগে। ৩৪ বলে ফিফটি করা তানজিদ অপরাজিত থাকেন ৩৬ বলে ৫৫ আনে, ২৬ বলে ৩৩ করেন পারভেজ। এই জয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছে বাংলাদেশ।   

রান তাড়ায় তানজিদের সঙ্গে ওপেন করতে পাঠানো হয় সাইফ হাসানকে। এই সিরিজে রান না পাওয়া সাইফ ওপেন করতে নেমেও আলো ছড়াতে পারেননি। ১ ছয়, ২ চারে ঝলকের আভাস দিয়েও থেমে যান ১৯ রানে। ক্রেইগ ইয়ংয়ের বলে তার বিদায়ের পর ক্রিজে এসেই বাউন্ডারি পাওয়া লিটন দাস আউট হন ছক্কা মারার চেষ্টায়। হ্যারি টেক্টরের বলে সহজেই ধরা দেন স্কয়ার লেগে, করেন ৬ বলে ৭ রান।

৪৬ রানে দুই উইকেট হারালেও দলের উপর চাপের কিছু ছিলো না। এমনিতে নিয়মিত দুই ওপেনার তানজিদ ও পারভেজ জুটি বাঁধেন তৃতীয় উইকেটে, অনায়াসে রান আনতে থাকেন তারা। চোখের পলকে লক্ষ্যের দিকে এগুতে থাকে দল। ৫০ বলে ৭৩ রানের অবিচ্ছিন্ন জুটিতে কাজ সেরে ফেলেন তারা।

(বিস্তারিত আসছে)

Comments