এশিয়া কাপ ২০২৫

‘কিছুদিন আগে রান পেয়েছি, সেটা একটা অতীত’

LItton das
ছবি: স্টার

বড় আসরের আগে বাংলাদেশের বড় স্বস্তি লিটন দাসের ছন্দে থাকা। তবে রানে থাকলেও আত্মতুষ্টিতে ভুগছেন না বাংলাদেশ অধিনায়ক। সর্বশেষ সিরিজে রান পাওয়াকে পেছনের ঘটনা বলে নতুন শুরুর তাগিদ বোধ করছেন তিনি।

নেদারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচে দুই ফিফটি করে সিরিজ সেরা হন লিটন। গড়েন দেশের হয়ে সর্বোচ্চ ফিফটির রেকর্ড। এর আগে পাকিস্তানের বিপক্ষে নিষ্প্রভ ছিলেন, তবে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজেও তার ব্যাট হেসেছে।

এশিয়া কাপের আগে আবুধাবিতে এসে অনুশীলন সেশনেও লিটনকে পাওয়া গেছে চনমনে অবস্থায়। এই ধারাবাহিকতা এশিয়া কাপে ধরে রাখতে পারলে ইতিবাচক ফল পাবে দল।

ম্যাচের আগের রাতে বুধবার সংবাদ সম্মেলনে লিটন ব্যাটিংয়ের মতন উত্তাল না থেকে কথায় থাকলেন সংযমী। তার মনে হচ্ছে রানে থাকা মানে আত্মবিশ্বাসী থাকা হলেও বাকি সব কিছুই হবে নতুন করে,  'কিছুদিন আগেই রান পেয়েছি। কাজেই এটা একটা ওটা অতীত। আমি সবসময়একটা কথা বলি যেটা অতীত হচ্ছে অতীত। কিন্তু ওখান থেকে কিছু আত্মবিশ্বাস অবশ্যই আমি পাবো। তবে নতুন কন্ডিশন, নতুন প্রতিপক্ষ, নতুন চ্যালেঞ্জ আসবে। চেষ্টা করব চ্যালেঞ্জটা নেওয়ার জন্য এবং দলে ভালো একটা প্রভাব তৈরি করার জন্য।'

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের অন্যতম সফল ব্যাটার লিটন। তিনি জ্বলে উঠলে বড় প্রতিপক্ষের বিপক্ষেও তৈরি হয় জেতার পরিস্থিতি। দলকে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার কাজটাও হয় সহজ। তার নিজেরও মত তা-ই, 'অধিনায়ক রান পেলে দল সামলানো অবশ্যই সহজ হয়।'

Comments

The Daily Star  | English

BTRC urges Meta to act against violence-inciting content amid unrest

The telecom regulator sent a letter on Friday to senior Meta officials, including representatives responsible for Facebook

12h ago