বিশ্বকাপ মাথায় রেখে যত বেশি সম্ভব চ্যালেঞ্জে পড়তে চান লিটন

shai hope & Litton Das
ছবি: বিসিবি

ঘরের মাঠে সাধারণত কন্ডিশনের সুবিধা কাজে লাগিয়ে নিজেদের সহায়ক পরিস্থিতির সুবিধা নিতে চায় বাংলাদেশ। তবে ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ডের বিপক্ষে আসন্ন দুই সিরিজে ভিন্ন ভাবনায় এগুতে চান টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস। বিশ্বকাপ সামনে রেখে নিজেদেরকে ফেলতে চান চ্যালেঞ্জে। এই দুই সিরিজে যত বেশি ব্যাকফুটে থাকবেন বিশ্বকাপে ততই লাভ দেখছেন তিনি।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আগামীকাল সন্ধ্যা ৬টায় চট্টগ্রামে শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। নভেম্বরে একই ভেন্যুতে আইরিশদের বিপক্ষেও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ আছে বাংলাদেশ। আসছে ফেব্রুয়ারি-মার্চে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপের আগে ঘরের মাঠে আর কোন সিরিজের সূচি নেই।

প্রস্তুতির মঞ্চ হিসেবে তাই এই দুই সিরিজকে কাজে লাগাতে চান লিটন। রোববার সংবাদ সম্মেলনে নিজেদের পরিষ্কার ভাবনার কথা জানিয়েছেন তিনি,   'বিশ্বকাপের আগে আমাদের হাতে বেশি একটা সময় নেই। সম্ভবত এখানে তিনটা আর আয়ারল্যান্ড (সিরিজ) তিনটা, আমরা চেষ্টা করব খুব ভালো ক্রিকেট খেলার জন্য এবং যেন আমরা সবাই চ্যালেঞ্জ অনুভব করি।'

'সত্যি কথা বলতে আমি দুইটা সিরিজেই চাই যেন আমাদের খেলোয়াড়রা খুব চ্যালেঞ্জের মুখে পড়ে। সেটা ব্যাটিংয়ে হতে পারে, বোলিংয়ে হতে পারে। আমি চাই যে এই ছয়টা ম্যাচ থেকে যতটা আমরা আমরা পিছিয়ে থাকবো, ব্যাকফুটে থাকবো, ততটাই ভালো। এর মানে যে চ্যালেঞ্জের কথা বলছি, এটা না যে আমরা খেলায় পিছিয়ে থাকবো। আমি চাই যে বোলারা যখন বল করবে, তারা যেন চাপে থাকে। সামনে যেহেতু বিশ্বকাপ, যে জিনিসগুলো সেখানে আমার অনেকটা সাহায্য করবে।'

টি-টোয়েন্টিতে টানা চারটা দ্বি-পাক্ষিক সিরিজ জিতলেও বহুজাতিক আসরে সাফল্য খরা চলামান। সর্বশেষ এশিয়া কাপে দল হয়েছে ব্যর্থ। বিশ্বকাপে সাফল্য পেতে তাই আদর্শ ব্যাটিং বান্ধব উইকেটে খেলার বিকল্প দেখছেন না লিটন। ব্যাটিং সহায়ক উইকেটে খেললে ব্যাটারদের মেলে ধরার সুযোগও বেশি। সব মিলিয়ে নিজেদের জন্য চ্যালেঞ্জের হলেও টি-টোয়েন্টির জন্য আদর্শ পরিস্থিতি চান বাংলাদেশ অধিনায়ক, 'এখন আমরা চেষ্টা করতেছি ভালো উইকেটে খেলার জন্য। আপনি যখনই ভালো উইকেটে খেলবেন, ব্যাটসম্যানদের সফল হওয়ার সুযোগ বেশি থাকবে। আর যতগুলা খেলোয়াড় আছে, বেশিরভাগ খেলোয়াড়ই অনেক বড় বড় ছয় মারতে পারে। তো এটা একটা বাংলাদেশ টিমের জন্য ইতিবাচক। একইসঙ্গে ক্রিকেট শুধু ছয়-এর উপর দিয়ে গেলে হবে না, আপনাকে স্মার্ট ক্রিকেট খেলতে হবে। যদি প্রয়োজন পড়ে ছয় মারার, মারবে। না হলে সিঙ্গেল ডাবলে যেতে পারি।'

Comments

The Daily Star  | English

‘My child didn’t even eat her lunch. They killed her’

13-year-old found dead near home in Narayanganj; police suspect rape and murder

15m ago