ভারতের বিপক্ষেও একাদশে বদলের সম্ভাবনা
এবার এশিয়া কাপে 'উইনিং কম্বিনেশন' শব্দটাকে ঝেড়ে ফেলে দিয়েছে বাংলাদেশ। প্রতিপক্ষ, কন্ডিশন ও ম্যাচ-আপ হিসেব করে একাদশে আনা হচ্ছে বদল। ভারতের বিপক্ষেও এমন কৌশলী বদল আনার সম্ভাবনা প্রবল।
আফগানিস্তানের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচ জেতায় দারুণ বল করা রিশাদ হোসেনকে লঙ্কানদের বিপক্ষে রাখা হয়নি। আবার শরিফুল ইসলামকে একাদশে খেলানো হয় প্রতিপক্ষে বাঁহাতি ব্যাটারদের বাঁহাতি পেস দুর্বলতার বিচারে। ভারতের বিপক্ষে যে শ্রীলঙ্কা ম্যাচের একাদশ খেলছে তা অনেকটা স্পষ্ট।
বাংলাদেশের কোচ ফিল সিমন্সের কথাতে মিলেছে তেমন আভাস, 'আমরা এমন একাদশ গঠনের দিকে তাকিয়ে আছি যেটিকে আমরা মনে করি সামনের ম্যাচের জন্য সবচেয়ে উপযুক্ত হতে পারে। দলের ভারসাম্যটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।'
লঙ্কানদের বিপক্ষে ছন্দহীন শরিফুল বসিয়ে তানজিম হাসান সাকিবকে একাদশে ফেরানো হতে পারে। ভারতের বিপক্ষে তানজিম ভালো খেলেন বলে প্রচার আছে। যদিও পরিসংখ্যান ঠিক জুতসই নয়।
ভারতের বিপক্ষে ৩টি টি-টোয়েন্টি খেলে তানজিম ৭ উইকেট পেলেও ওভারপ্রতি রান দিয়েছেন ১২.৩৩ করে। ওয়ানডেতে ২ ম্যাচে নিয়েছেন ২ উইকেট। তবে পরিসংখ্যান বাদ দিলেও ম্যাচের কিছু ধাপ গুরুত্বপূর্ণ ব্রেক থ্রো এনে প্রভাব তৈরি করতে পেরেছিলেন।
ফিরতে পারেন লেগ স্পিনার রিশাদ হোসেনও। রিশাদকে খেলালে শেখ মেহেদী বা নাসুম আহমেদের একজনকে বসতে হবে। চোটজনিত কারণ না থাকলে ব্যাটিং লাইনআপে বদল আসবে না।
পিঠের বা দিকে টান পড়ে অনুশীলন বন্ধ করা অধিনায়ক লিটন দাসকে নিয়ে উদ্বেগ আছে সমর্থকদের। তবে দলীয় সূত্র বলছে বিশ্রামেই পুরোপুরি ঠিক হয়ে উঠছেন তিনি। কোন কারণে সমস্যা হলে পারভেজ হোসেন ইমনকে তৈরি রাখা আছে।


Comments