এশিয়া কাপ ২০২৫

কখনও দেখিনি একটি চ্যাম্পিয়ন দলকে ট্রফি পেতে বাধা দেওয়া হয়েছে: সূর্যকুমার 

Suryakumar Yadav & Abhishekh Sharna

খেলা শেষে পুরস্কার বিতরণীর মহা নাটকীয় পর্ব পেরুতে লেগে গেল এক ঘণ্টারও বেশি, তারও আরও অনেক পর টুর্নামেন্ট সেরা অভিষেক শর্মাকে নিয়ে সংবাদ সম্মেলনে হাজির হলেন সূর্যকুমার যাদব। ভারতীয় অধিনায়ককে রোমাঞ্চকর জয়ের গল্প বাদ দিয়ে জবাব দিতে হলো পুরস্কার বিতরণী আয়োজনের নাটক নিয়ে। 

ভারত অধিনায়ক হাসিমুখে প্রবেশ করতেই স্বদেশী সাংবাদিক আনেন ট্রফি না পাওয়ার প্রসঙ্গ। সূর্যকুমার বলেন, 'আমি যখন থেকে ক্রিকেট খেলা শুরু করেছি, যখন থেকে ক্রিকেটকে অনুসরণ করা শুরু করেছি, তখন থেকে এমনটা কখনও দেখিনি যে একটি চ্যাম্পিয়ন দলকে ট্রফি পেতে বাধা দেওয়া হয়েছে। মানে, সেটাও আবার এত কষ্ট করে জেতা একটা টুর্নামেন্ট। আমরা ৪ তারিখ থেকে এখানে ছিলাম। আজ একটা ম্যাচ খেললাম। দু'দিনে পরপর দুটো ভালো ম্যাচ খেলেছি। আমি মনে করি আমরা এর যোগ্য ছিলাম, এবং আমি এর বেশি কিছু বলতে পারছি না।'  

বিষয়টা আসলে কী হয়েছিল এই প্রসঙ্গে আরেক প্রশ্নের উত্তরে ভারত অধিনায়ক পরিষ্কার করেন, এসিসি প্রধান মহসিন নাকভির কাছ থেকে ট্রফি নিতে চায়নি তার দল। তবে অন্য কারো হাত থেকে ট্রফি নিতে প্রস্তুত ছিলেন তারা। সেজন্য মাঠে অপেক্ষাও করেছেন, কিন্তু তাদের ট্রফি না দিয়ে অনুষ্ঠান শেষ করা হয়। 

দুর্দান্ত ক্রিকেট উপহার দেওয়া ভারত অপরাজিত থেকেই চ্যাম্পিয়ন হয়েছে। পাকিস্তানের বিপক্ষে গ্রুপ পর্ব ও সুপার ফোরে জেতে একপেশে লড়াইয়ে। ফাইনালে এসে খেলা হয় রোমাঞ্চকর। সেখানে ১৪৭ রান তাড়ায় ২ বল আগে ৫ উইকেটে জেতে তারা। 

চ্যাম্পিয়ন হয়ে ট্রফি বুঝে না পেলেও সূর্যকুমার জানান তার দলের ১৪ জন খেলোয়াড়ই তার ট্রফি, 'আমি মনে করি আমি বিষয়টা খুব ভালোভাবে গুছিয়ে বলেছি। আর যদি আপনি আমাকে ট্রফির কথা বলেন, আমার ট্রফিগুলো আমার ড্রেসিংরুমে বসে আছে—আমার সঙ্গে থাকা ১৪ জন খেলোয়াড়, সমস্ত সাপোর্ট স্টাফ, তারাই আসল ট্রফি। যারা এই এশিয়া কাপের যাত্রায় আমাদের বড় ভক্ত ছিল। আমরা এখানে আসার পর থেকে, আমরা এই টুর্নামেন্টটা খেলেছি, আমরা আমাদের প্রস্তুতি শুরু করেছি, আমি মনে করি তারাই আসল ট্রফি, আসল মুহূর্ত, যেগুলো আমি সুন্দর স্মৃতি হিসেবে সঙ্গে নিয়ে যাচ্ছি, যা আমার সঙ্গে চিরকাল থাকবে, এটাই। জয় গুরুত্বপূর্ণ। আপনি যদি দেখেন, ম্যাচ শেষ হওয়ার পরে বড় স্ক্রিনে লেখা ছিল: 'ভারত এশিয়া কাপ চ্যাম্পিয়ন'। এর থেকে ভালো আর কী হতে পারে। সব বোর্ডে 'চ্যাম্পিয়ন' লেখা আছে 2025 সালের এশিয়া কাপের জন্য। আর আপনি তো শুধুমাত্র সেটার জন্যই খেলেন। আমার মনে হয় এটা আমাদের দল হিসেবে একটা দারুণ মুহূর্ত, দারুণ যাত্রা, দারুণ অভিযান ছিল।'

সংবাদ সম্মেলনে সবার প্রশ্ন শেষ হওয়ার পর নিজে থেকেই সূর্যকুমার আরেকটি প্রসঙ্গে আনেন, 'বলেন হয়ত এটাও বিতর্কিত হতে পারে তবে আমি ব্যক্তিগতভাবে আমার গোটা আসরের ম্যাচ ফির পুরোটা ভারতীয় আর্মিকে দিচ্ছি।'

Comments

The Daily Star  | English
Tarique Rahman speech at Dhaka reception

'This country belongs to people of the hills and plains, Muslims, Hindus, Buddhists and Christians'

Tarique invokes Martin Luther King at Dhaka reception: 'I have a plan for Bangladesh.'

3h ago