এশিয়া কাপ ২০২৫

ভারতের এশিয়া কাপ জয়ের পর ট্রফি নিয়ে নজিরবিহীন সব দৃশ্যপট

ট্রফি ছাড়াই শিরোপা উদযাপন করে ভারতীয় দল।

হারিস রউফের বলে রিঙ্কু সিংয়ের বাউন্ডারিতে শেষ হয়ে যায় ম্যাচ, ক্ষ্যপাটে উদযাপনে দৌড় দেন তিলক বর্মা, রিঙ্কুরা। দুই দলের সৌজন্যতা বিনিময়ের পর্ব না থাকায় সবার অপেক্ষা ছিলো পুরস্কার বিতরণী আয়োজনের জন্য। কিন্তু সেই আয়োজন ঘিরে এরপর চলতে থাকে নাটকীয়তা। শেষ পর্যন্ত ট্রফি ছাড়াই এশিয়া কাপ জয় উদযাপন করে ভারত।

অপেক্ষার পালা শুরু

সাধারণত এই ধরণের আসরের ফাইনাল শেষে দ্রুতই প্রেজেন্টেশনের পোডিয়াম প্রস্তুত করা হয়, দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামেও সেই কাজে বিলম্ব হয়নি। চ্যাম্পিয়ন ভারত দল পোডিয়ামের এক পাশে এসে অবস্থান নেয়।

মঞ্চে উঠার আগে এসিসি চেয়ারম্যান ও পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রী মহসিন নাকভি, বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, আমিরাত ক্রিকেট বোর্ডের সহ-সভাপতি খালিদ আল জারুনি নিজেদের মধ্যে আলাপ করতে থাকেন।

পাকিস্তান দলের দেরিতে আগমন

পুরস্কার বিতরণী মঞ্চের এক পাশে ভারত অপেক্ষা করলেও প্রায় ৩০ মিনিট পর আরেক পাশে এসে হাজির হয় পাকিস্তান। পাকিস্তান দল মাঠে প্রবেশের পর মহসিন নাকভি অতিথিদের নিয়ে মঞ্চে উঠেন।

বাড়তে থাকে অপেক্ষা

মঞ্চে উপস্থিত সব অতিথি, দুই পাশে উপস্থিত দুই দল। এসিসির সাপোর্ট স্টাফরা ট্রফিও নিয়ে হাজির হন তখন। কিন্তু আয়োজন শুরু হচ্ছিলো না। কেন এবং কীসের জন্য অপেক্ষা দূর থেকে তখনো বোঝার উপায় নেই। পরে ভারতীয় টিম ম্যানেজমেন্ট সূত্রে জানা গেল, চ্যাম্পিয়ন ভারত দল মহসিন নাকভির কাছ থেকে ট্রফি নিতে চায় না, অন্য কোন অতিথির  কাছ থেকে নিতে চায়।

প্রায় এক ঘণ্টা পর অনুষ্ঠান শুরু

প্রায় এক ঘণ্টা পেরিয়ে যাওয়ার পর নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার সাইমন ডুল শুরু করেন অনুষ্ঠান। প্রথমে আম্পায়ারদের শুভেচ্ছা উপহার দেওয়া হয়। পরে রানার্সআপ পাকিস্তান দলের খেলোয়াড়দের স্মারক তুলে দেন বিসিবি প্রধান আমিনুল। রানার্সআপের প্রাইজমানি সালমান আলি আঘার হাতে তিনি ও মহসিন নাকভি তুলে দেন। রানার্সআপ লেখা প্ল্যাকার্ডটি আমিনুলের কাছ থেকে গ্রহণ করে ছুঁড়ে ফেলতে দেখা যায় সালমানকে।

টুর্নামেন্ট সেরা, ম্যাচ সেরার পুরস্কার

টুর্নামেন্ট সেরা অভিষেক শর্মা, ম্যাচ সেরা তিলক বর্মা, ভেল্যুয়েবল প্লেয়ার কুলদীপ যাদবের হাতে পুরস্কার তুলে দেন সংশ্লিষ্ট স্পন্সর প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। এই সময় মঞ্চে উপস্থিত ছিলেন নাকভি। পুরস্কার নিয়ে সাইমন ডুলের কাছে প্রতিক্রিয়াও ব্যক্ত করতে যান তারা।

অবশেষে ট্রফি দেওয়ার পালায় যা হলো

সব পুরস্কার দেওয়ার পর যখন চ্যাম্পিয়ন দলের ট্রফি দেওয়ার কথা তখনই মঞ্চ থেকে নেমে যান সব অতিথি, তারা মাঠ ছেড়েও চলে যান  দ্রুত। এর আগে নিয়ে আসা ট্রফিও তখন ভেতরে নিয়ে যাওয়া হয়। এমনকি চ্যাম্পিয়ন লেখা প্ল্যাকার্ডটিও নিয়ে চলে যাওয়া হয়।  উপস্থাপক ডুল জানান, ভারত আজ ট্রফি নেবে না। তবে ভারতীয় দলকে তখনো ট্রফির জন্য অপেক্ষা করতে দেখা যায়। অতিথিরা চলে যাওয়ার পর অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া গিয়ে মঞ্চে বসে পড়েন, পরে একে একে সেখানে যোগ দেন বাকিরা। ট্রফি ছাড়াই উদযাপন করে ভারত।

সংবাদ সম্মেলনে এসে পরে ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব জানান, 'আমি যখন থেকে ক্রিকেট খেলা শুরু করেছি, যখন থেকে ক্রিকেটকে অনুসরণ করা শুরু করেছি, তখন থেকে এমনটা কখনও দেখিনি যে একটি চ্যাম্পিয়ন দলকে ট্রফি পেতে বাধা দেওয়া হয়েছে।'

ভারত অধিনায়ক জানান, নাকভির কাছ থেকে ট্রফি নিতে চাননি তারা, তবে অন্য কারো কাছ থেকে সেটা গ্রহণ করতে প্রস্তুত ছিলেন। কিন্তু সেটা শেষ পর্যন্ত হয়নি। অন্য কাউকে দিয়ে ট্রফি চ্যাম্পিয়ন ট্রফি বিতরণে রাজী হননি এসিসি প্রধান। 

প্রথমবার এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হয়েছিলো ভারত-পাকিস্তান। পাকিস্তানের ১৪৭ রান ২ বল আগে টপকে ৫ উইকেটে জিতে চ্যাম্পিয়ন হয় ভারত। খেলার আলোচনা পরে চাপা পড়ে যায় পুরস্কার বিতরনী আয়োজনের নাটকে, ম্যাচ শেষ হওয়ার দীর্ঘ সময় পর সব আয়োজন থামলেও মনে হচ্ছে নতুন বিতর্কের কেবলই শুরু।

Comments

The Daily Star  | English
The Costs Of Autonomy Loss of Central Bank

Bangladesh Bank’s lost autonomy has a hefty price

Economists blame rising bad debt, soaring prices and illicit fund flows on central bank’s waning independence

13h ago