ভারত বনাম পাকিস্তান: ফাইনালের আগে গুরুত্বপূর্ণ পরিসংখ্যান

৪১ বছর পর প্রথমবারের মতো ভারত ও পাকিস্তান আজ মুখোমুখি হচ্ছে এশিয়া কাপের ফাইনালে। ভারত আসছে অপরাজিত দল হিসেবে, আর পাকিস্তান চাইছে প্রতিশোধ নিতে, কারণ এর আগে গ্রুপ পর্ব ও সুপার ফোরে দুইবার হেরে বসেছে প্রতিদ্বন্দ্বী ভারতের কাছে। কয়েক দশকের ক্রিকেটীয় প্রতিদ্বন্দ্বিতা, স্মরণীয় সব দ্বৈরথ এবং তীব্র উত্তেজনার নাটকীয়তা মিলে দুবাইয়ে গড়ে উঠছে এক ঐতিহাসিক লড়াইয়ের মঞ্চ।
ঐতিহাসিক প্রতিদ্বন্দ্বিতা
• প্রথম এশিয়া কাপ মুখোমুখি: ১৯৮৪ – ভারত জিতেছিল ৫৪ রানে।
• পাকিস্তানের প্রথম জয়: ১৯৯৫ – পাকিস্তান জিতেছিল ৯৭ রানে।
• টি-টোয়েন্টি এশিয়া কাপ: ভারত জিতেছে ২০১৬; পাকিস্তান জিতেছে ২০২২।
• সামগ্রিক এশিয়া কাপ রেকর্ড: ২০ ম্যাচে ভারত ১২ জয়, পাকিস্তান ৬ জয়, ২টি ফল হয়নি।
• টি–টোয়েন্টি এশিয়া কাপ রেকর্ড: ৫ ম্যাচে ভারত ৪ জয়।
উল্লেখযোগ্য ফাইনাল
• ১৯৮৫ বিশ্ব চ্যাম্পিয়নশিপ: ভারত ৮ উইকেটে পাকিস্তানকে হারায়। কৃষ শ্রীকান্তের ৬৭ রানের ইনিংস রান তাড়ার ভিত গড়ে দেয়; কপিল দেবের নেতৃত্বাধীন বোলিং আক্রমণ পাকিস্তানকে থামায় ১৭৬ রানে।
• ১৯৮৬ অস্ট্রেলেশিয়া কাপ: পাকিস্তান ১ উইকেটে জয়ী। শেষ বলে চেতন শর্মাকে ছক্কা মেরে জয় নিশ্চিত করেন জাভেদ মিয়াঁদাদ।
• ১৯৯১ উইলস ট্রফি: পাকিস্তান জয়ী হয় ৭২ রানে; জাহিদ ফজল ও সেলিম মালিকের ১৭১ রানের জুটি ম্যাচ ঘুরিয়ে দেয়।
• ১৯৯৮ স্বাধীনতা কাপ: ভারত জেতে ৩ উইকেটে; সৌরভ গাঙ্গুলীর ১২৪ রানের ইনিংস পাকিস্তানের ৩১৪ রান তাড়া করতে সহায়তা করে।
• ১৯৯৯ পেপসি কাপ: পাকিস্তান জেতে ১২৩ রানে; ভারতের ইনিংস গুটিয়ে যায় ১৬৮ রানে, লক্ষ্য ছিল ২৯১।
• ২০০৭ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ: ভারত ৫ রানে জয়ী; শেষ ওভারে ধোনি ধরে রাখেন স্নায়ুর দৃঢ়তা।
• ২০১৭ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি: পাকিস্তান জেতে ১৮০ রানে; ফখর জামান ১১৪ রান করে ম্যাচ দাপটের সঙ্গে নিয়ে যান।
সাম্প্রতিক এশিয়া কাপের উল্লেখযোগ্য মুহূর্ত
• ২০১০: ভারত ২৬৭ রান তাড়া করে জেতে; গৌতম গম্ভীর ও এমএস ধোনির অর্ধশতক। শেষ ওভারে সুরেশ রায়নার গুরুত্বপূর্ণ ছক্কা জয় নিশ্চিত করে।
• ২০১৪: ভারত তোলে ২৪৫/৮। পাকিস্তানের রান তাড়া শেষ ওভারে গড়ায়; শেষ ১০ রান দরকার থাকতেই শহীদ আফ্রিদি রবিচন্দ্রন অশ্বিনকে টানা দুই ছক্কা মেরে ২ বল হাতে রেখে নাটকীয় এক উইকেটের জয় নিশ্চিত করেন।
• ২০১৬ (টি-টোয়েন্টি): ভারত ৮৪ রান তাড়া করে জেতে; বিরাট কোহলির সর্বোচ্চ ৪৯ রান, ধোনি ও যুবরাজ সিং শেষ করে লো-স্কোরিং থ্রিলার ম্যাচ জিতে নেন।
• ২০২২ (টি-টোয়েন্টি): পাকিস্তান ৫ উইকেটে ভারতকে হারায়, যা তাদের একমাত্র টি-টোয়েন্টি এশিয়া কাপ জয়।
২০২৫ আসরের প্রেক্ষাপট
• ভারত: ৬ ম্যাচে অপরাজিত, এর মধ্যে পাকিস্তানের বিপক্ষে ২ জয়।
• পাকিস্তান: টুর্নামেন্টে হেরেছে কেবল ২ ম্যাচ, দুটোই ভারতের কাছে।
বিতর্ক
• হারিস রউফকে ৩০% জরিমানা করা হয়েছে উত্তেজক ভঙ্গির জন্য।
• সূর্যকুমার যাদবকে ৩০% জরিমানা করা হয়েছে ভারতীয় সেনাকে জয় উৎসর্গ করার জন্য।
• সাহিবজাদা ফারহানকে সতর্ক করা হয়েছে, তবে জরিমানা হয়নি।
দেখার মতো দিক
• তিন সপ্তাহে ভারত-পাকিস্তানের তৃতীয় মুখোমুখি লড়াই – দ্বিপাক্ষিক সিরিজ ছাড়া বিরল ঘটনা।
• শিরোপার লড়াই: ভারত চাইছে নবম এশিয়া কাপ, পাকিস্তান লক্ষ্য করছে তৃতীয়।
Comments