টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠাল ভারত

অবশেষে স্বপ্নের ফাইনাল। এশিয়া কাপের ৪১ বছরের ইতিহাসে প্রথমবারের মতো ফাইনালে মুখোমুখি ভারত ও পাকিস্তান। চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের এই ফাইনালে টস জিতে নিয়েছেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। বেছে নিয়েছেন ফিল্ডিং। অর্থাৎ আগে ব্যাটিং করতে হবে পাকিস্তানকে।
রোববার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপের ফাইনালে ভারত ও পাকিস্তানের মধ্যকার এই ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।
অবশ্য টস জিতলে ব্যাটিংই বেছে নিতেন পাকিস্তান অধিনায়ক সালমান আলী আগা। এমনটাই জানিয়েছেন টসের সময়।
ফাইনাল ম্যাচে কিছুটা ধাক্কা খেয়েছে ভারত। দলের অন্যতম সেরা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া চোটের কারণে নেই। তাকে সহ দুটি পরিবর্তন এনেছে তারা। দলে ঢুকেছেন সিভাম ডুবে ও রিংকু সিং। বাদ পড়েছেন আর্শদিপ সিং।
অন্যদিকে কোনো পরিবর্তনই আসেনি পাকিস্তান দলে। বাংলাদেশের বিপক্ষে অলিখিত সেমি-ফাইনালে খেলা দলের উপরই আস্থা রেখেছে দলটি।
এশিয়া কাপে দুই দলের মুখোমুখি লড়াইয়ে বেশ এগিয়ে ভারত। ২০ বারের লড়াইয়ে ১২টি ম্যাচ জিতেছে তারা। পাকিস্তান জিতেছে ৬ ম্যাচ। বাকি দুটিতে ফল হয়নি। টি-টোয়েন্টি সংস্করণে পাঁচ বারের লড়াইয়ে চার বার জিতেছে ভারত।
ভারত একাদশ: অভিষেক শর্মা, শুবমান গিল, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক ভার্মা, সঞ্জু স্যামসন, শিবাম দুবে, রিংকু সিং, আকসার প্যাটেল, কুলদিপ যাদব, জাসপ্রিত বুমরাহ, বরুণ চক্রবর্তী।
পাকিস্তান একাদশ: ফখর জামান, সাহেবজাদা ফারহান, সাইম আইয়ুব, সালমান আলি আগা (অধিনায়ক), হোসেন তালাত, মোহাম্মদ হারিস, মোহাম্মদ নাওয়াজ, ফাহিম আশরাফ, শাহীন শাহ আফ্রিদি, হারিস রউফ, আবরার আহমেদ।
Comments