এশিয়া কাপের ট্রফি চায় ভারত, ইতিবাচক সাড়া নেই নাকভির

এশিয়া কাপ জয়ের পরও হাতে ট্রফি নেই ভারতীয় দলের। সেই ট্রফি ও পদক ঘিরে তৈরি হয়েছে বড়সড় বিতর্ক। বিষয়টি আরও জটিল আকার নিয়েছে বুধবার এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এএসসি) বার্ষিক বৈঠকে, যেখানে বিক্ষোভ জানিয়ে বৈঠক বর্জন করেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রতিনিধিরা।

এদিন অনলাইন বৈঠকের মাঝপথে বেরিয়ে আসেন বিসিসিআইয়ের সাবেক কোষাধ্যক্ষ আশিস শেলার। দাবি ছিল, এশিয়া কাপের ট্রফি ও পদক যেন দুবাইয়ের এএসসি সদর দপ্তরে জমা দেওয়া হয়, সেখান থেকে ভারত তা সংগ্রহ করবে। কিন্তু এএসসি প্রেসিডেন্ট ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মহসিন নাকভির কাছ থেকে কোনো ইতিবাচক সাড়া না পেয়ে বৈঠক ছাড়েন শেলার ও রাজীব শুক্লা।

দুবাইয়ে ফাইনালের পর পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী পদে থাকা নাকভির কাছ থেকে ট্রফি নিতে অস্বীকার করে ভারতীয় দল। অধিনায়ক সূর্যকুমার যাদব ও তার সতীর্থরা অভিযোগ তোলেন, নাকভি অতীতে ভারতবিরোধী মন্তব্য করেছেন। তাই নিরপেক্ষ কারও, যেমন সংযুক্ত আরব আমিরাতের খালিদ আল জরুনি বা বাংলাদেশের আমিনুল ইসলামের হাতে ট্রফি গ্রহণ করার প্রস্তাব দেয় ভারত। কিন্তু নাকভি তা সরাসরি নাকচ করে দেন।

ফলশ্রুতিতে মাঠে দাঁড়িয়ে প্রায় এক ঘণ্টা অপেক্ষা করেও ভারতীয়রা ট্রফি পাননি। অবশেষে নাকভি ট্রফি নিয়ে মাঠ ছাড়লে সূর্যকুমার ও সতীর্থরা 'কাল্পনিক ট্রফি' হাতে অভিনব উদযাপন করেন।

পরে সূর্যকুমার যাদব বলেন, 'আমরা ড্রেসিংরুমে গিয়ে দরজা বন্ধ করিনি। কাউকে অপেক্ষা করাইনি। কিন্তু ট্রফি নিয়ে ওরা পালিয়ে গেছে, আমি সেটাই দেখেছি।'

অন্যদিকে নাকভি বৈঠকে স্বীকার করেছেন, ফাইনালের সেই ঘটনায় তিনি নিজেকে 'কার্টুন' মনে করেছেন এবং লজ্জা পেয়েছেন। তবে তিনি দাবি করেন, এই বিষয়টি এজিএমে আলোচনার উপযুক্ত নয়।

বিসিসিআই স্পষ্ট জানিয়েছে, ট্রফি অবশ্যই এএসসির দুবাই সদর দপ্তরে জমা দিতে হবে। প্রয়োজনে বিষয়টি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে তোলা হবে।

Comments

The Daily Star  | English

Reform push or an ideological trade-off?

NCP's alignment with Jamaat took shape during the talks at the National Consensus Commission

10h ago