এশিয়া কাপে আর বিশ্রাম পাচ্ছেন না বুমরাহ

ভারতীয় দলের পেস জাদুকর জাসপ্রীত বুমরাহকে এশিয়া কাপে বাকি ম্যাচগুলোতে বিশ্রাম দেওয়া হয়তো হবে না, এমনটাই জানিয়েছেন দলের সহকারী কোচ রায়ান টেন ডেসকাটে। চোট সমস্যা এবং ভারী সূচি থাকা সত্ত্বেও, বুমরাহকে খেলায় অব্যাহত রাখতে চায় ভারত, বিশেষ করে এশিয়া কাপের ফাইনাল পর্যন্ত।

বুমরাহের কাজের চাপ এবছর সীমিত রাখা হয়েছে পিঠের সমস্যার কারণে। ৩১ বছর বয়সী এই পেসার ইংল্যান্ডে ভারতের ২-২'য়ে শেষ হওয়া টেস্ট সিরিজে পাঁচটির মধ্যে মাত্র তিনটিতে অংশ নিয়েছিলেন।

ভারত এশিয়া কাপ টি-টোয়েন্টির বর্তমান চ্যাম্পিয়ন। শুক্রবার শ্রীলঙ্কার মুখোমুখি হবে এবং সম্ভবত রোববারের ফাইনালেও খেলবে দলটি। এরপর তারা ২ অক্টোবর থেকে শুরু হওয়া ওয়েস্ট ইন্ডিজের টেস্ট সিরিজের দিকে মনোযোগ দেবে।

টেন ডেসকাটে বুধবার দুবাইয়ে বাংলাদেশের বিপক্ষে সুপার ফোর ম্যাচের আগে বলেছেন, 'আমি বলব, সম্ভবত তাকে বিশ্রাম দেওয়া হবে না। সঙ্গে মনে রাখতে হবে যে আগামী বৃহস্পতিবার আমাদের টেস্ট ম্যাচ শুরু হচ্ছে। কাজের চাপের দিক থেকে এটা এক ধরনের প্রস্তুতি হিসেবে ভালো।'

'যদি শেষ ম্যাচে বুমরাহকে বিশ্রাম দেওয়ার সুযোগ থাকে, তবে আমরা তা বিবেচনা করতে পারি। তবে প্রতিটি ম্যাচে আমাদের সেরা দলই খেলবে। বুমরাহ অবশ্যই সেই ছবির অংশ,' যোগ করেন তিনি।

এশিয়া কাপে বুমরাহ তিন উইকেট নিয়েছেন। যদিও চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে রবিবারের ম্যাচে চ্যালেঞ্জিং সময় কাটিয়েছেন, ভারতের জয়ে তিনি কোনো উইকেট নিতে পারেননি এবং খরচ করেছেন ৪৫ রান।

ডাচ সহকারী কোচ বলেন, 'এমন দিনও আসবে যখন তিনি উইকেট নিতে পারবেন না এবং রান দেবেন। তবে আমরা যেভাবে দল সাজাচ্ছি, দুই পেসার আর স্পিন-কেন্দ্রিক পরিকল্পনার সঙ্গে, তা এই মুহূর্তে সবচেয়ে কার্যকর।'

তিনি আরও যোগ করেন, 'এই ফরম্যাটে খুব কম বোলার দেখতে পাওয়া যায় যারা পাওয়ারপ্লেতে সব তিনটি ওভার বল করেন। এটা যথেষ্ট শারীরিক চাপের কাজ। তবে আমরা মনে করি টেস্ট ম্যাচের দিকে এগিয়ে যাওয়ার জন্য এবং এই টুর্নামেন্টের গুরুত্ব বিবেচনা করে এই কাজের পরিমাণ সঠিক।'

Comments

The Daily Star  | English

Khaleda Zia laid to eternal rest

Buried with state honours beside her husband Ziaur Rahman

9h ago