রোহিত-কোহলির ২০২৭ বিশ্বকাপ খেলা প্রসঙ্গে যা বললেন ভারত কোচ

ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শেষ হতেই ভারতীয় ক্রিকেটে শুরু হয়েছে নতুন উত্তেজনা। সামনে অস্ট্রেলিয়া সফর, যেখানে ৩টি ওয়ানডে ও ৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত। তবে এই সফরের সবচেয়ে বড় আকর্ষণ নিঃসন্দেহে দুই অভিজ্ঞ তারকা রোহিত শর্মা ও বিরাট কোহলির প্রত্যাবর্তন। আট মাস পর ফের দেশের জার্সিতে দেখা যাবে এই দুই কিংবদন্তিকে।

সাম্প্রতিক ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজ শেষ হতেই ভারতীয় দল প্রস্তুতি নিচ্ছে বড় সফরের জন্য। এর আগে রোহিত শর্মাকে ভারতীয় ওয়ানডে দলের অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল, যা থেকেই শুরু হয় জল্পনা ২০২৭ সালের বিশ্বকাপে আদৌ দেখা যাবে কি না তাকে। একইভাবে, কোহলিরও ওয়ানডে ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছিল অনিশ্চয়তা। এই প্রেক্ষিতেই ভারতীয় দলের নতুন কোচ গৌতম গম্ভীরের কাছে প্রশ্ন আসে রোহিত-কোহলির ভবিষ্যৎ নিয়ে।

গম্ভীর অবশ্য কূটনৈতিক জবাব দিয়েছেন, 'ওরা দু'জনই অসাধারণ ক্রিকেটার। ওদের অভিজ্ঞতা দলের জন্য অমূল্য। ২০২৭ সালের বিশ্বকাপ এখনও অনেক দূরে, প্রায় আড়াই বছর বাকি। তাই এখনকার পারফরম্যান্স ও দলের সমন্বয়ের দিকেই নজর দেওয়া জরুরি। কোহলি ও রোহিতের প্রত্যাবর্তন দলের জন্য দারুণ বিষয়। আশা করি, ওরা অস্ট্রেলিয়া সফরে নিজেদের সেরাটা দেবে। তবে তার চেয়েও গুরুত্বপূর্ণ হলো, ভারত যেন অস্ট্রেলিয়ার মাটিতে একটি শক্তিশালী সিরিজ পারফরম্যান্স উপহার দিতে পারে।'

উল্লেখ্য, এই বছরের শুরুতেই রোহিত শর্মার নেতৃত্বে ভারত জিতেছিল চ্যাম্পিয়ন্স ট্রফি, আর তার আগেই রাহুল দ্রাবিড়ের কোচিংয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল দলটি। অর্থাৎ আট মাসের ব্যবধানে দুটি আইসিসি ট্রফি এনে দিয়েছিলেন রোহিত। তবুও বয়সের কারণে তার হাতে থেকে ওয়ানডে অধিনায়কত্ব তুলে নেওয়া হয়, যা নিয়ে বিস্তর বিতর্ক হয়।

রাহুল দ্রাবিড়ের মেয়াদ শেষ হওয়ার পর গত বছরের জুলাইয়ে কোচের দায়িত্ব নেন গৌতম গম্ভীর। তার অধীনে টেস্ট থেকে অবসর নেন রোহিত, যদিও ওয়ানডে ফরম্যাটে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার।

Comments

The Daily Star  | English

Khaleda Zia’s janaza held

The namaz-e-janaza of BNP Chairperson Khaleda Zia was held at the South Plaza of the Jatiya Sangsad Bhaban today

7h ago