ভারতকে এশিয়া কাপ ট্রফি নিজ হাতেই দিতে চান নাকভি

ক্রিকেটের মাঠে জয় পাওয়া গেছে, কিন্তু ট্রফি এখনো হাতে ওঠেনি। ভারত ও পাকিস্তানের মধ্যে জমে থাকা রাজনৈতিক উত্তেজনায় গত মাসের এশিয়া কাপের রোমাঞ্চকর ফাইনালের পর ট্রফি নিয়ে নানা কাণ্ডই হয়েছে। ম্যাচে ভারত জয়ী হলেও, মঞ্চে মোহসিন নাকভির হাত থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানায় সূর্যকুমার যাদবের দল। সেই অদ্ভুত কূটনৈতিক নাটকের পরিসমাপ্তি এখনো হয়নি।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর খবর অনুযায়ী, বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) ইতিমধ্যে যোগাযোগ করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি মোহসিন নাকভির সঙ্গে, ট্রফি হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন করার জন্য।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করা নাকভি মঙ্গলবার করাচিতে সাংবাদিকদের বলেন, এসিসি ভারতকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, আগামী ১০ নভেম্বর দুবাইয়ে একটি বিশেষ অনুষ্ঠানে ভারতের হাতে ট্রফি তুলে দেওয়া হবে।

নাকভি নিজেই ট্রফি হস্তান্তর করতে আগ্রহী, বিশেষ করে ফাইনালের পর যে বিব্রতকর দৃশ্যের জন্ম হয়েছিল তার পরিপ্রেক্ষিতে। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে উত্তেজনাপূর্ণ সেই ফাইনালে ভারত শেষ ওভারে পাঁচ উইকেটে হারায় পাকিস্তানকে। কিন্তু ম্যাচশেষে ভারতীয় দল নাকভির কাছ থেকে বিজয়ীর ট্রফি নিতে রাজি হয়নি।

এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে (এক্স, সাবেক টুইটার) নাকভি খানিকটা ব্যঙ্গাত্মক সুরে লেখেন, 'যদি সত্যিই তারা ট্রফিটা চায়, তাহলে এসিসি অফিসে এসে আমার কাছ থেকেই সংগ্রহ করতে পারে।'

এদিকে, প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই) জানিয়েছে, আফগানিস্তান ও শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের উদ্যোগকে সমর্থন দিয়েছে, যেখানে ভারতের পক্ষ থেকে নাকভিকে অনুরোধ জানানো হয়েছে ট্রফি হস্তান্তরের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে।

তবে এসিসির এক সিনিয়র কর্মকর্তা জানান, নাকভি এখনো দৃঢ়, ট্রফি সরাসরি তার হাত থেকেই বিসিসিআই প্রতিনিধি গ্রহণ করবে, সেটিও এসিসির দুবাই সদর দপ্তরে। ভারত অবশ্য এই শর্তে রাজি নয়।

সূত্রের বরাতে পিটিআই জানায়, 'বিসিসিআই এই ইস্যুটি পরবর্তী আইসিসি সভায় তুলবে।'

গত সপ্তাহে বিসিসিআই সচিব জয় শাহ, ভারতের এসিসি প্রতিনিধি রাজীব শুক্লা, এবং শ্রীলঙ্কা ও আফগানিস্তান ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা যৌথভাবে নাকভিকে চিঠি পাঠিয়ে বিষয়টি দ্রুত নিষ্পত্তির আহ্বান জানান।

Comments

The Daily Star  | English

Fire at building in Mirpur’s Kalshi under control

Seven fire engines brought the fire under control at 12:05am today

3h ago