অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এগিয়ে গেল ভারত

শুবমান গিলের দায়িত্বশীল ইনিংসের সঙ্গে টপ অর্ডারের বাকি তিন ব্যাটারের সহায়তায় কোনোমতে লড়াইয়ের পুঁজি পায় ভারত। তবে সেই পুঁজিই বড় বানিয়ে দেন স্পিনাররা। তার সঙ্গে জ্বলে ওঠেন শিভাম দুবেও। তাতে অস্ট্রেলিয়ার মাটিতে দাপুটে জয় তুলে নিয়েছে সূর্যকুমার যাদবের দল।

বৃহস্পতিবার গোল্ড কোস্টে অনুষ্ঠিত সিরিজের চতুর্থ টি–টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪৮ রানে জয় পেয়েছে ভারত। সফরকারীদের দেওয়া ১৬৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৮.২ ওভারে ১১৯ রানে থেমে যায় অজিদের ইনিংস। ফলে সিরিজে ২–১ ব্যবধানে এগিয়ে গেছে সুর্যকুমার যাদবের দল। শেষ ম্যাচে এখন কেবল সমতা ফেরানোর আশায় থাকবে স্বাগতিকরা।

টস জিতে ব্যাটিং নিয়ে ভারত প্রথমে ১৬৭ রান প্রথমে কিছুটা কম মনে হচ্ছিল। ১৪ ওভারে অবশ্য ২ উইকেটে ১২১ রান তুলেছিল, কিন্তু এরপর অস্ট্রেলিয়ার দুই বোলার অ্যাডাম জাম্পা ও নাথান এলিসের দারুণ বোলিংয়ে ভারত বড় স্কোর গড়তে পারেনি। দ্বিতীয় সন্তানের জন্মের পর দলে ফেরা জাম্পা নেন তিনটি গুরুত্বপূর্ণ উইকেট, আর এলিস শেষের ওভারগুলোতে দুর্দান্ত নিয়ন্ত্রণ দেখান।

তবে জবাবে ব্যাট হাতে ভরাডুবি অস্ট্রেলিয়ার। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ৭ উইকেট হারিয়ে মাত্র ২৮ রান যোগ করে গুটিয়ে যায় দলটি। ভারতের হয়ে সবচেয়ে সাশ্রয়ী বোলিং করেন আকসার প্যাটেল, চার ওভারে দেন মাত্র ২০ রান, এর মধ্যে ১২টি ডট বল। দুবে নেন গুরুত্বপূর্ণ টিম ডেভিডের উইকেট, আর বরুন চক্রবর্তী শেষ ওভারে গ্লেন ম্যাক্সওয়েলকে গুগলিতে বোকা বানিয়ে ম্যাচের ইতি টানেন।

আকসার এর আগে সিরিজে খুব একটা প্রভাব রাখতে পারেননি। ক্যানবেরায় বল করার সুযোগ পাননি, মেলবোর্নে ব্যবহার করা হয়নি, আর হোবার্টে ছিলেন খরুচে। কিন্তু গোল্ড কোস্টে তিনিই হয়ে উঠলেন ম্যাচের নায়ক। তার দ্রুতগতির বাঁহাতি স্পিনে বিভ্রান্ত হয়েছেন ম্যাথু শর্ট ও জশ ইনগ্লিস।

ম্যাথু শর্ট (২৫) ইনিংসের শুরুতে ঝড় তুললেও আকসারের এক বল সুইপ করতে গিয়ে এলবিডব্লিউ হন, সফল রিভিউতে উইকেট পায় ভারত। ইনগ্লিসও ক্রিজ ছেড়ে বের হয়ে খেলতে গিয়ে স্টাম্পড হন। এরপর মিচেল মার্শ কিছুটা ছন্দে ফিরলেও শিভম দুবের ধীরগতির বাউন্সারে তাঁর শট সোজা চলে যায় ডিপ স্কয়ার লেগে দাঁড়ানো অর্শদীপ সিংয়ের হাতে। দলের হয়ে সর্বোচ্চ ৩০ রানে তার ব্যাট থেকে।

দুবের আসল মুহূর্ত আসে টিম ডেভিডের বিপক্ষে। ডেভিড আগের বলে বিশাল ছক্কা হাঁকালেও পরের বলেই দুবের বাউন্সারে টপ এজ হয়ে ধরা পড়েন কাভারে। পরের দিকে জশ ফিলিপেও স্লাইস করে আউট হলে ম্যাচ পুরোপুরি ভারতের দখলে চলে যায়। ম্যাক্সওয়েল চোট থেকে ফিরলেও ব্যাট হাতে খুব একটা কিছু করতে পারেননি।

এর আগে ব্যাট হাতে ভারতের ইনিংসে জাম্পার বলেই ৬ মেরে শুরুটা দারুণভাবে করেছিলেন অভিষেক শর্মা, যদিও পরের বলেই গুগলি পড়ে আউট হন। এরপর সুর্যকুমার যাদব দারুণ দুটি ছক্কা হাঁকিয়ে ইনিংস তোলার চেষ্টা করেন, কিন্তু ডেভিডের হাতে ধরা পড়ে থেমে যান ১৩তম ওভারে। তিলক বর্মা ও জিতেশ শর্মাও দ্রুত বিদায় নিলে ১৬৭ রানের বেশি যেতে পারেনি ভারত। সর্বোচ্চ ৪৬ রান আসে গিলের ব্যাট থেকে।

Comments

The Daily Star  | English
Khaleda Zia political legacy in Bangladesh

The magic of Khaleda Zia

Her last speeches call for a politics of ‘no vengeance’.

14h ago