এশিয়া কাপের ফি নিজেদের ক্ষতিগ্রস্তদের দান করলেন সূর্য, পিসিবি

এশিয়া কাপের ফাইনালে রোববার দুবাইয়ে ভারত–পাকিস্তান ম্যাচে ক্রিকেটেও গড়িয়েছে রাজনৈতিক টানাপোড়েন। ম্যাচ শেষ হয়ে গেছে, ভারত জিতেছে পাঁচ উইকেটে, কিন্তু দুই পক্ষের বাকযুদ্ধ থামেনি।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই জয়ের তুলনা করেছেন 'অপারেশন সিন্দূর'-এর সঙ্গে, যা ছিল কাশ্মীরের পাহালগামে পর্যটকদের ওপর হামলার প্রতিক্রিয়ায় গত মে মাসে ভারতের পরিচালিত এক সামরিক অভিযান। ওই ঘটনায় পাকিস্তানকে দায়ী করেছিল ভারত।

প্রতিউত্তরে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি মোহসিন নকভি ভারতকে সতর্ক করেছেন-রাজনীতি যেন ক্রিকেটে টেনে না আনা হয়।

তবে দুই দেশের এই পাল্টাপাল্টি বক্তব্য এসেছে মানবিক উদ্বেগের আবরণে ঢাকা অবস্থায়।

রোববার রাতেই ম্যাচ শেষে ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব ঘোষণা দেন, তিনি এশিয়া কাপ থেকে পাওয়া নিজের পুরো ম্যাচ ফি দেশের সেনাবাহিনী এবং পাহালগাম হামলায় নিহতদের পরিবারকে দান করবেন।

সামাজিক মাধ্যম এক্সে তিনি লিখেছেন, 'আমি সিদ্ধান্ত নিয়েছি এই টুর্নামেন্টের ম্যাচ ফি আমাদের সশস্ত্র বাহিনী এবং পাহালগাম হামলার শিকার পরিবারগুলোর সহায়তায় দান করব। তোমরা সবসময় আমার চিন্তায় আছো। জয় হিন্দ।'

এর কয়েক ঘণ্টা পরই পিসিবি এক্সে জানায়, পাকিস্তান দলও ফাইনাল থেকে পাওয়া ম্যাচ ফি উৎসর্গ করবে দেশে ৭ মে ভারতের সঙ্গে সংঘাতে নিহত সাধারণ মানুষদের জন্য।

তাদের বার্তায় বলা হয়, 'পাকিস্তান ক্রিকেট দল তাদের এশিয়া কাপ ফাইনালের ম্যাচ ফি উৎসর্গ করছে ৭ মে'র হামলায় শহীদ হওয়া নিরীহ নাগরিকদের, যাদের মধ্যে নারী ও শিশুরাও ছিল। তাদের পরিবারগুলোর প্রতি আমাদের সমবেদনা ও প্রার্থনা রইল।'

গত ২২ এপ্রিল পাহালগামে পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলায় অন্তত ২৬ জন নিহত হয়। এর পরই ভারত মে মাসে পাকিস্তানে সামরিক অভিযান চালায় এবং চার দিনব্যাপী দুই দেশের মধ্যে সংঘাত চলে।

Comments

The Daily Star  | English

Tribunal sends 15 army officers to jail

Chief prosecutor says government and jail authorities will decide where to house the accused

3h ago