হার্দিক-অভিষেকের চোট নিয়ে যা জানা গেল

শ্রীলঙ্কার বিপক্ষে নাটকীয় জয়ের পরও দুশ্চিন্তায় ভারত। আর দুশ্চিন্তা ছিল হার্দিক পান্ডিয়া ও অভিষেক শর্মাকে ঘিরে। ম্যাচ শেষে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে সংবাদমাধ্যমে ভারতের বোলিং কোচ মরনে মর্কেল জানিয়েছেন, অভিষেক ভালো আছেন, তবে হার্দিকের অবস্থা আজ শনিবার পুনরায় মূল্যায়ন করা হবে।
এশিয়া কাপ ২০২৫–এর সুপার ফোরের শেষ ম্যাচে আগের দিন শ্রীলঙ্কার বিপক্ষে রোমাঞ্চকর সুপার ওভার জয় পেয়েছে সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারত। ২০২ রানের লক্ষ্যে এক সময় মনে হয়েছিল সহজ জয়ই পাবে শ্রীলঙ্কা। তবে শেষ দিকে ঘুরে দাঁড়িয়ে জয় তুলে নেয় বর্তমান চ্যাম্পিয়নরা।
শ্রীলঙ্কার ইনিংসের প্রথম ওভারেই হ্যামস্ট্রিংয়ে হাত দিয়ে অস্বস্তি প্রকাশ করতে দেখা যায় হার্দিককে। সেই ওভারের প্রথম বলেই কুশল মেন্ডিসকে শূন্য রানে আউট করলেও এরপরই মাঠ ছাড়তে বাধ্য হন তিনি। বাকি ইনিংসে আর ফেরেননি এই অলরাউন্ডার, ফলে ভারতকে তার সেবা ছাড়াই খেলা চালিয়ে যেতে হয়।
অন্যদিকে অভিষেক শর্মাকে নবম ওভারে দৌড়ানোর সময় ডান ঊরুতে হাত দিয়ে ব্যথা বোঝাতে দেখা যায়। পরের ওভারেই তিনি মাঠ ছাড়েন। এরপর পুরো ইনিংসের বাকি সময় দুজনকেই বরফ ও পিকল জুস দিয়ে ক্র্যাম্প নিরাময়ের চেষ্টা করতে দেখা গেছে।
এই দুই তারকার চোট নিয়ে মর্কেল বলেন, 'ওদের দু'জনই খেলার সময় ক্র্যাম্পে ভুগেছে। হার্দিককে আমরা আজ রাত আর আগামীকাল সকালে পর্যবেক্ষণ করব, তারপর সিদ্ধান্ত নেওয়া হবে। তবে বিষয়টা কেবল ক্র্যাম্পই ছিল। অভিষেক একেবারেই ভালো আছে।'
এদিকে পাকিস্তানের বিপক্ষে ২৮ সেপ্টেম্বরের ফাইনালের আগে ভারত কোনো অনুশীলন করবে না বলে জানান মর্কেল, 'ছেলেদের জন্য মূল ব্যাপারটা হলো বিশ্রাম। তারা ইতোমধ্যেই আইস বাথে গেছে। ম্যাচ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই রিকভারি শুরু হয়েছে। সবচেয়ে ভালো রিকভারি হলো ঘুম আর শরীরকে বিশ্রাম দেওয়া। আশা করি ওরা ভালোভাবে ঘুমোতে পারবে।'
'খেলোয়াড়দের জন্য ব্যক্তিগতভাবে পুল সেশন আর ম্যাসাজের ব্যবস্থা করা হবে। তারপর মানসিকভাবে ফাইনালের জন্য প্রস্তুত করা হবে। সময়টা খুবই কম, তাই বুদ্ধিমত্তার সঙ্গে খেলাটাই হবে মূল চাবিকাঠি। কোনো অনুশীলন হবে না,' যোগ করেন তিনি।
Comments