পাকিস্তানকে ফের হারিয়ে সূর্যকুমারের সোজাসাপ্টা মন্তব্য, ‘এটা আর রাইভালরি নয়’

দুবাইয়ের গ্যালারিতে ভারত–পাকিস্তান লড়াইয়ে ছিল উত্তেজনা, তপ্ত আবহ। তবে মাঠে সব উত্তাপ মিইয়ে গেল ভারতের দাপুটে জয়েই। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়ে ভারত অধিনায়ক সূর্যকুমার যাদবের দাবি, 'ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে এত মাতামাতির কিছু নেই, এটা আর রাইভালরি নয়।'
১৮.৫ ওভারে ১৭২ রানের লক্ষ্য তাড়া করে ভারত জয় ছিনিয়ে নেয় ওপেনার অভিষেক শর্মার দুর্দান্ত ৭৪ রানের ইনিংসে ভর করে। শুবমান গিলের সঙ্গে তার ১০৫ রানের উদ্বোধনী জুটি কার্যত পাকিস্তানের হাত থেকে ম্যাচ ছিনিয়ে নেয়। এ জয়ে টানা এক সপ্তাহে দ্বিতীয়বারের মতো পাকিস্তানকে হারাল ভারত। টি-টোয়েন্টিতে মোট ১৫ মুখোমুখিতে এ নিয়ে ১২ জয় ভারতের দখলে।
প্রশ্ন উঠেছিল, এত একতরফা ফলাফলে কি ভারত-পাকিস্তান প্রতিদ্বন্দ্বিতার রং হারাচ্ছে?
জবাবে সূর্যকুমার বলেন, 'আমার কাছে প্রতিদ্বন্দ্বিতা তখনই হবে, যখন দুই দল ১৫-২০ ম্যাচ খেলে সমান সমান লড়াই দেবে। ১৩-০, ১০-১, আমি জানি না ঠিক কী পরিসংখ্যান, তবে এটা আর রাইভালরি নয়।'
টি–টোয়েন্টিতে পাকিস্তানের ভারতের বিপক্ষে সর্বশেষ জয় ছিল ২০২২ সালের এশিয়া কাপে। রাজনৈতিক কারণে দুই দল দ্বিপাক্ষিক সিরিজ খেলছে না ২০১২ সাল থেকে, মুখোমুখি হচ্ছে কেবল বহুজাতিক টুর্নামেন্টে।
এদিন পাকিস্তান ৯.৩ ওভারে ৯৩/১ থেকে শেষ পর্যন্ত ১৭১/৫ এ থামে। ওপেনার সাহিবজাদা ফারহান খেলেন ৪৫ বলে ঝলমলে ৫৮ রানের ইনিংস। তবে দল অন্তত ১৫-২০ রান কম করেছে বলে স্বীকার করেন পাকিস্তান অধিনায়ক সালমান আগা, '১০ ওভারে ৯১ রান করার পর আমরা ব্যর্থ হই। তারপরও ১৭১ চ্যালেঞ্জিং টোটাল ছিল। কিন্তু আমরা এখনো এই আসরে নিখুঁত ম্যাচ খেলতে পারিনি।'
'ভারতের ওপেনারদের সামনে আমাদের বোলাররা নিয়ন্ত্রণ হারিয়েছে। নিখুঁত খেলা খেলতে হবে, ব্যাটিং, বোলিং আর ফিল্ডিং -সব বিভাগেই উন্নতি করতে হবে,' যোগ করেন অধিনায়ক।
মঙ্গলবার আবুধাবিতে শ্রীলঙ্কার বিপক্ষে পরের ম্যাচ খেলবে পাকিস্তান।
Comments