চ্যাম্পিয়ন ভারতকে ট্রফি ও মেডেল দেওয়ার দায়িত্ব পাঁচ বোর্ডকে দিল এসিসি

এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েও ট্রফি ও বিজয়ী খেলোয়াড়রা মেডেল বুঝে পাননি। এই নিয়ে দুবাইতে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সদস্যরা বৈঠকে বসেও নিজেরা কোন সিদ্ধান্ত নিতে পারেননি। পরে টেস্ট খেলুড়ে পাঁচ ক্রিকেট বোর্ডের উপর ভার ছেড়ে দেয়া হয়েছে।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুবাইয়ে বিকেলে বৈঠকে বসে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সদস্যরা। কোন সমাধান বের করতে না পেরে বিষয়টি এসিসির পাঁচটি টেস্ট খেলুড়ে দেশের ওপর ছেড়ে দিয়েছে।
অর্থাৎ, এখন কার্যত ট্রফি ইস্যুতে জটিলতা সমাধানের দায়িত্ব এখন গেল ভারত, পাকিস্তান, আফগানিস্তান, শ্রীলঙ্কা ও বাংলাদেশের ওপর।
রোববার পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে এশিয়া কাপের শিরোপা জেতে ভারত। কিন্তু পুরস্কার বিতরণী আয়োজনে হয় মহানাটক। পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রী ও এসিসি প্রধান মহসিন নাকভির হাত থেকে ট্রফি নিতে অস্বীকার জানায় ভারত, তাদের দাবি ছিলো অন্য কোন অতিথি যেন ট্রফি দেন। কিন্তু নাকভি এই ব্যাপারে দেখান অনমনীয়তা। তিনি ট্রফি ও মেডেল ভারতকে না দিয়েই অনুষ্ঠান বন্ধ করে চলে যান।
ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব জানান, 'বিশ্বে এই প্রথমবার কোন খেলায় বিজয়ী দলকে প্রাপ্য ট্রফি নিতে বাধা দেওয়া হলো।'
ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই), বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) ও আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) এখন পিসিবির সঙ্গে আলোচনায় বসবে ট্রফি সংকটের সমাধান খুঁজতে। এ বিষয়ে বিসিসিআই ইতিমধ্যেই আইসিসি পর্যায়ে বিষয়টি তুলবে বলে জানিয়ে দিয়েছে।
এসিসি বৈঠকের সভাপতিত্ব করেছেন নকভি, আর ভারতের পক্ষ থেকে উপস্থিত ছিলেন রাজীব শুক্লা। আলোচ্যসূচিতে আরও দুটি বিষয় ছিল—সহসভাপতি নির্বাচন এবং এসিসির অন্যান্য টুর্নামেন্টের সূচি চূড়ান্তকরণ। তবে কোনো বিষয়েই বৈঠকে আলোচনা হয়নি।
Comments