প্রায় পুরো আইপিএলে খেলতে পারবেন মোস্তাফিজ

ছবি: সংগৃহীত

আগামী আইপিএলে অংশ নেওয়ার জন্য মোস্তাফিজুর রহমানকে 'সর্বোচ্চ সময়ের জন্য' অনাপত্তিপত্র (এনওসি) দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ বাদে ভারতের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্টের বাকি অংশে খেলতে পারবেন বাঁহাতি পেসার।

গতকাল সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অনুষ্ঠিত মিনি নিলামে মোস্তাফিজকে ৯ কোটি ২০ লাখ রুপিতে কিনে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। এটি টুর্নামেন্টটির ইতিহাসে যে কোনো বাংলাদেশি খেলোয়াড়ের জন্য সর্বোচ্চ পারিশ্রমিকের রেকর্ড। তাকে পাওয়ার লড়াইয়ে আরও ছিল চেন্নাই সুপার কিংস ও দিল্লি ক্যাপিটালস।

আগামী বছরের ২৬ মার্চ থেকে ৩১ মে পর্যন্ত হবে আইপিএলের ১৯তম আসর। আর আইসিসির ভবিষ্যৎ সফরসূচি অনুসারে, এপ্রিলের তৃতীয় ও চতুর্থ সপ্তাহে অনুষ্ঠিত হতে পারে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ। যদিও সূচি এখনও চূড়ান্ত হয়নি। দল দুটি তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে।

মোস্তাফিজকে দেওয়া অনাপত্তিপত্রের বিষয়ে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফীস দ্য ডেইলি স্টারকে বুধবার বলেন, 'আইপিএলে খেলার জন্য মোস্তাফিজকে সম্ভাব্য সর্বোচ্চ সময়ের জন্য অনাপত্তিপত্র দেওয়া হয়েছে। মাঝে তিনি শুধু নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে অংশ নেবেন এবং সেই সিরিজটি খেলতে দেশে ফিরে আসবেন।'

তিনি যোগ করেন, মোস্তাফিজ কতদিন খেলতে পারবেন তা ভারত ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ও আইপিএল কর্তৃপক্ষকে আগেই জানানো হয়েছিল, 'একজন খেলোয়াড়ের কখন কখন জাতীয় দলের খেলা আছে এবং কোন সময়ে তিনি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলার জন্য ফ্রি থাকবেন, সে বিষয়ে আমরা আইপিএল ও বিসিসিআইকে আগে থেকেই একটি ধারণা দিয়ে দিই। সেটার ভিত্তিতেই নিলাম অনুষ্ঠিত হয়।'

আইপিএলে এটি হবে মোস্তাফিজের নবম মৌসুম। তবে বলিউড মহাতারকা শাহরুখ খানের দল ও তিনবারের চ্যাম্পিয়ন কলকাতায় তিনি খেলবেন প্রথমবার। আগের আট আসরে পাঁচটি ভিন্ন দলের হয়ে এখন পর্যন্ত মোট ৬০টি ম্যাচ খেলেছেন। ৩০ বছর বয়সী তারকা ওভারপ্রতি ৮.১৩ রান দিয়ে উইকেট নিয়েছেন ৬৫টি।

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের আগে আগামী মার্চের তৃতীয় সপ্তাহে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের একটি সিরিজ অনুষ্ঠিত হওয়ার কথা। তবে পিএসএলের কারণে সেই সিরিজটি পিছিয়ে যাওয়ার জোরাল সম্ভাবনা রয়েছে।

Comments

The Daily Star  | English

CA joins namaj-e-janaza of Hadi

The namaz-e-janaza is administered by Hadi's elder brother, Mawlana Dr Abu Bakar Siddique

28m ago