টি-টোয়েন্টিতে বাংলাদেশের সর্বোচ্চ উইকেটের রেকর্ডে সাকিবের পাশে মোস্তাফিজ

ছবি: এসিসি

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি উইকেট এতদিন ছিল সাকিব আল হাসানের একার। এবার বাঁহাতি অলরাউন্ডারের সেই রেকর্ডে ভাগ বসালেন বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান। দুজনেরই উইকেট এখন ১৪৯টি।

শনিবার দুবাইতে এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। টস হেরে আগে ব্যাট করে লঙ্কানরা ৭ উইকেটে ১৬৮ রানের চ্যালেঞ্জিং পুঁজি পেলেও মোস্তাফিজ ছিলেন আঁটসাঁট।

তিনি ৪ ওভারে মাত্র ২০ রান খরচায় নেন ৩ উইকেট। ওয়ানিন্দু হাসারাঙ্গাকে ফিরিয়ে তৃতীয় শিকারটি ধরার মাধ্যমে বাংলাদেশের জার্সিতে সাকিবের সর্বোচ্চ উইকেটের কীর্তি স্পর্শ করলেন কাটার মাস্টার খ্যাত তারকা।

১২ ম্যাচ ও ১০ ইনিংস কম খেলেই সাকিবের পাশে বসলেন মোস্তাফিজ। ১২৯ ম্যাচের ১২৬ ইনিংসে হাত ঘুরিয়ে সাকিব পেয়েছেন ১৪৯টি উইকেট। মোস্তাফিজ সমান সংখ্যক উইকেট পেলেন ১১৭ ম্যাচের ১১৬ ইনিংসে বল করে।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেটশিকারি বোলারদের তালিকায় দুজন এখন যৌথভাবে চতুর্থ স্থানে রয়েছেন। শীর্ষে থাকা আফগানিস্তানের লেগ স্পিনার রশিদ খান নিয়েছেন ১০৩ ম্যাচে ১৭৩টি উইকেট।

Comments

The Daily Star  | English
Tejgaon College protest today

Traffic resumes after students leave Farmgate around 1:00pm

Roads gridlocked for hours due to demo protesting Tejgaon College student's death

3h ago