সেরা দশে মোস্তাফিজ, ১৩৩ ধাপ আগালেন সাইফ

আইসিসি'র সর্বশেষ টি-টোয়েন্টি র‍্যাঙ্কিং আপডেটে বাংলাদেশের দুই ক্রিকেটার উঠে এসেছেন আলোচনায়। অভিজ্ঞ পেসার মোস্তাফিজুর রহমান ফিরেছেন সেরা দশে, আর ব্যাটিং চার্টে অভূতপূর্ব লাফ দিয়েছেন তরুণ ব্যাটার সাইফ হাসান।

শেষ দুই ম্যাচে দুর্দান্ত বোলিং করে আট গড়ে ৬ উইকেট শিকার করেছেন মোস্তাফিজ। এর সুবাদে তিনি ছয় ধাপ এগিয়ে আবারও জায়গা করে নিয়েছেন সেরা দশে। কিছুদিন আগে চার ধাপ পিছিয়ে পড়লেও তার ধারাবাহিক পারফরম্যান্স প্রমাণ করছে, তিনি এখনও বাংলাদেশের টি-টোয়েন্টি আক্রমণের অন্যতম ভরসা।

অন্যদিকে, সুপার ফোরের প্রথম ম্যাচে ৬১ রানের ম্যাচ উইনিং ইনিংস খেলে সাইফ হাসান ব্যাটিং তালিকায় রীতিমতো বিস্ফোরণ ঘটিয়েছেন। এক লাফে ১৩৩ ধাপ এগিয়ে তিনি এখন উঠে এসেছেন ৮১তম স্থানে।

অন্যদিকে, সংযুক্ত আরব আমিরাতে দুর্দান্ত ধারাবাহিকতা বজায় রেখে পাকিস্তানের লেগস্পিনার আবরার আহমেদ র‍্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন। গত সপ্তাহে ১১ ধাপ এগোনোর পর এবার তিনি আরও ১২ ধাপ উঠে এসেছেন। বর্তমানে তার রেটিং পয়েন্ট ৭০৩, অবস্থান চতুর্থ।

গ্রুপ পর্বে আরব আমিরাতের বিপক্ষে ২ উইকেট নিয়ে সেরা বোলিং করার পর ভারতের বিপক্ষে হোঁচট খেলেও (১/৪২), শ্রীলঙ্কার বিপক্ষে ১ উইকেট দিয়ে মাত্র ৮ রান খরচ করে পাকিস্তানকে জয়ের পথে ফেরান।

ভারতের বরুণ চক্রবর্তী এখনও বোলিং র‌্যাঙ্কিংয়ে শীর্ষে, পাকিস্তানের বিপক্ষে উইকেটশূন্য থাকলেও তার ইকোনমিক স্পেল প্রশংসিত হয়েছে। ব্যাটিং তালিকায় অভিষেক শর্মা শীর্ষস্থান ধরে রেখেছেন পাকিস্তানের বিপক্ষে ম্যাচ জেতানো ৭৪ রানের সুবাদে। সতীর্থ তিলক ভার্মাও দারুণ পারফরম্যান্সে শীর্ষ তিনে জায়গা করে নিয়েছেন।

অলরাউন্ডার তালিকায় ভারতের হার্দিক পান্ডিয়া শীর্ষে অপরিবর্তিত রয়েছেন। পাকিস্তানের ফাহিম আশরাফ এগিয়েছেন ১২ ধাপ, আর শ্রীলঙ্কার হাসারাঙ্গা চার উইকেট শিকার করে সপ্তম স্থানে উঠেছেন।

Comments

The Daily Star  | English

Ocean of mourners gather to pay tribute to Khaleda Zia

People from all walks of life arrive by bus, train and other modes of transport

2h ago