পর্যাপ্ত বল না পেয়ে ক্ষোভ, নোয়াখালীর অনুশীলন ত্যাগ করলেন সুজন-তালহা
শুক্রবার বিপিএলের উদ্বোধনী দিনে মাঠে নামার কথা নতুন ফ্র্যাঞ্চাইজি নোয়াখালী এক্সপ্রেসের। তবে আগের দিন ক্ষুব্ধ হয়ে দলটির অনুশীলন ত্যাগ করলেন প্রধান কোচ খালেদ মাহমুদ সুজন ও সহকারী কোচ তালহা জুবায়ের। জানা গেছে, পর্যাপ্ত বল না পাওয়া নিয়ে একজন কর্মকর্তার সঙ্গে দ্বন্দ্বে জড়ান দেশের ক্রিকেটের অভিজ্ঞ কোচ সুজন।
বৃহস্পতিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের আউটার মাঠে অনুশীলন ছিলো নোয়াখালীর। অনুশীলন করার জন্য মালিকপক্ষ থেকে পর্যাপ্ত বল সরবরাহ করা হয়নি। এই নিয়ে একজন কর্মকর্তার সঙ্গে তর্কে লিপ্ত হয়ে মাঠ ছাড়েন সুজন।
একটি ভিডিওতে দেখা যায়, সাবেক এই অধিনায়ক ও অভিজ্ঞ কোচ গণমাধ্যমকে বলছেন, 'ইচ্ছে করছে না, বিপিএল করব না।' এরপর গাড়ি নিয়ে বেরিয়ে যান তিনি। এসময় তার পাশে ছিলেন তালহা।
নোয়াখালীর দলীয় সূত্রে জানা গেছে, সুজনের সঙ্গে বল নিয়ে দুর্ব্যবহার করেছেন এক কর্মকর্তা, 'একজন কর্মকর্তা সুজনের সঙ্গে একটু দুর্ব্যবহারের মত করেছেন। সেজন্য উনি রাগ করেছেন, যেহেতু উনার দেশের ক্রিকেটে একটা অবস্থান আছে। মূলত অনুশীলনে পর্যাপ্ত বল আমরা পাচ্ছি না। এই নিয়ে ঝামেলা।'
জানা গেছে, অনুশীলন করার জন্য মাত্র তিনটি বল দেওয়া হয়েছিলো। যা নিয়ে সর্বোচ্চ পর্যায়ের অনুশীলন চালানো অসম্ভব।
বিপিএল শুরুর আগের দিনই আসছে একের পর এক নেতিবাচক খবর। এর আগে চট্টগ্রাম রয়্যালস ফ্র্যাঞ্চাইজির দল পরিচালনার অপারগতার খবর আসে। দলটি এখন পরিচালনা করবে খোদ বিসিবি। শুক্রবার সন্ধ্যায় মুখোমুখো হওয়ার কথা চট্টগ্রাম ও নোয়াখালীর।


Comments