বাংলাদেশ সফরের সময় বদলাতে পারে পাকিস্তান

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ১১তম আসরের সূচির কারণে বাংলাদেশ সফরের নির্ধারিত সময় বদলাতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দুই দেশের ক্রিকেট বোর্ডই সূচি সংঘাত এড়াতে নতুন একটি সময়সীমা নির্ধারণের পথে হাঁটছে বলে সংশ্লিষ্ট সূত্র বরাতে নিশ্চিত করেছে পাকিস্তনের জিও সুপার, সামাটিভি এ-স্পোর্টসের মতো সংবাদমাধ্যমগুলো।

বর্তমান ফিউচার ট্যুর প্রোগ্রাম (এফটিপি) অনুযায়ী, ২০২৬ সালের মার্চ-এপ্রিল মাসে পূর্ণাঙ্গ দ্বিপক্ষীয় সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা ছিল পাকিস্তানের। এই সফরে দুইটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ অন্তর্ভুক্ত ছিল।

কিন্তু রোববারই পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মোহসিন নকভি ঘোষণা দেন, পিএসএলের ১১তম আসর অনুষ্ঠিত হবে আগামী বছর ২৬ মার্চ থেকে ৩ মে পর্যন্ত। ফলে বাংলাদেশ সফরের নির্ধারিত সময়ের সঙ্গে সরাসরি সংঘাত তৈরি হয়েছে, যা বাস্তবে সফর আয়োজনকে প্রায় অসম্ভব করে তুলেছে।

এই পরিস্থিতিতে দুই বোর্ডের মধ্যে আলোচনা শুরু হয়েছে এবং বাংলাদেশ সফরের সময় পরিবর্তনই এখন সবচেয়ে সম্ভাব্য সমাধান হিসেবে দেখা যাচ্ছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্র নিশ্চিত করেছে, সিরিজটি নতুন একটি সময়সীমায় সরানো হবে, তবে সিরিজের কাঠামো অপরিবর্তিত থাকবে।

বিসিবির ওই সূত্র এ-স্পোর্টসকে বলেন, 'সিরিজটি পুনঃনির্ধারণ করা হবে। দুই বোর্ডের মধ্যে আলোচনা চলছে। ম্যাচসংখ্যা কোনোভাবেই কমানো হবে না।'

তিনি আরও জানান, নতুন সূচির সঙ্গে মানিয়ে নিতে সীমিত ওভারের অংশে কিছু রদবদল হতে পারে। অর্থাৎ ওয়ানডে ও টি–টোয়েন্টি ম্যাচগুলোর ক্রম বা সময়সূচিতে পরিবর্তন আনা হতে পারে।

পিসিবির সঙ্গে সব আলোচনা চূড়ান্ত হলেই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে বলে জানিয়েছে বিসিবি।

Comments

The Daily Star  | English
Khaleda Zia political legacy in Bangladesh

The magic of Khaleda Zia

Her last speeches call for a politics of ‘no vengeance’.

22h ago