ম্যাকব্রাইনের প্রতিরোধ, প্রথম সেশনে দুই উইকেট বাংলাদেশের
৮৫ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে সমীকরণ আগের দিনই কঠিন করে ফেলে আয়ারল্যান্ড। ইনিংস হার এড়ানোই তাই বড় লক্ষ্য হয়ে দাঁড়ায় দলটির জন্য। সেই লক্ষ্যে দারুণ লড়াই করে যাচ্ছেন অ্যান্ডি ম্যাকব্রাইন। তার ব্যাটে এখনও টিকে আছে দলটি।
শুক্রবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টের চতুর্থ দিন লাঞ্চ বিরতির আগে ৭ উইকেটে ১৯৮ রান করেছে আয়ারল্যান্ড। তবে এখনও ১০৩ রানে পিছিয়ে আছে দলটি।
সকালে আগের দিনের ৫ উইকেটে ৮৬ রান নিয়ে ব্যাটিংয়ে নামে সফরকারীরা। নাইটওয়াচম্যান ম্যাথিউ হামফ্রিজকে নিয়ে ৩১ রানের জুটি গড়ে তোলেন ম্যাকব্রাইন। যদিও আগেই ফিরতে পারতেন ম্যাকব্রাইন। বাঁহাতি ব্যাটারের ব্যাটের বাইরের কানায় লেগে বল লিটন দাসের পা ছুঁয়ে গিয়ে পড়ে গলার কাছে যাওয়া ক্যাচ ধরতে পারেননি নাজমুল হোসেন শান্তর। ম্যাকব্রাইন তখন ৮ রানে।
তবে আয়ারল্যান্ডের ভুলের মাশুল দিতে দেরি হয়নি। তাইজুল ইসলামের বলে স্লগ সুইপ করতে গিয়ে ব্যাটের কানায় লেগে সহজ ক্যাচ দেন হামফ্রিজ। ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে অনায়াসে ক্যাচ নেন সাদমান ইসলাম।
এরপর মাঠে শুরু হয় রিভিউ নাটক। প্রথমে মিরাজের বলেই এলবিডব্লিউর জোরালো আবেদন থেকে রিভিউ নিয়ে বেঁচে যান ম্যাকব্রাইন। পরের বলেও আবার রিভিউ নেন তিনি, এবার ব্যাটের কানায় লেগে প্যাডে আসায় রক্ষা পান। দুই বলে দুই রিভিউ, দুটিতেই বেঁচে গিয়ে ক্রমেই আত্মবিশ্বাসী হতে থাকেন এই বাঁহাতি ব্যাটার।
আয়ারল্যান্ড অধিনায়ক অ্যান্ডি বালবার্নিকেও রিভিউ নিতে হয়। মিরাজের বলে এলবিডব্লিউ আবেদন নাকচ হন আম্পায়ার; রিভিউতেও ধরা পড়ে বল লেগ স্টাম্প মিস করত। 'আনসাইড আম্পায়ার্স কল'-এ বেঁচে যান তিনি।
কিন্তু তাকে বেশি দূর যেতে দেননি হাসান মুরাদ। বাঁহাতি স্পিনারের দুর্দান্ত টার্নে ভুল স্লগ সুইপ খেলতে গিয়ে এলবিডব্লিউ হন বালবার্নি। রিভিউ নিলেও লাভ হয়নি; বল লেগ স্টাম্পের বাইরের দিকে লাগত। তার বিদায়ে ভাঙে ১১৯ বলের ধৈর্যধারণী ৬৬ রানের গুরুত্বপূর্ণ জুটি।
এক প্রান্ত ধরে রেখে লড়াই চালিয়ে যান অ্যান্ডি ম্যাকব্রাইন। তুলে নেন ধীর-স্থির এক ফিফটি, ১০২ বলে। এখন অভিষিক্ত জর্ডান নিলকে নিয়ে আয়ারল্যান্ডকে প্রতিযোগিতায় রাখতে লড়ে যাচ্ছেন এই অভিজ্ঞ বাঁহাতি। স্কোরবোর্ডে এখন পর্যন্ত ১৬ রান যোগ করে অপরাজিত আছেন এ দুই ব্যাটার। ম্যাকব্রাইন ৫২ ও নিল ৬ রানে ব্যাটিং করছেন।


Comments