কারমাইকেলের গায়ে বল ছুঁড়ে শাস্তি পেলেন নাহিদ রানা

আয়ারল্যান্ডের বিপক্ষে সিলেট টেস্টে শৃঙ্খলাভঙ্গের কারণে শাস্তি পেয়েছেন বাংলাদেশের তরুণ পেসার নাহিদ রানা। আইসিসির আচরণবিধির প্রথম স্তর ভাঙার দায়ে তার ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে এই পেসারকে।

ঘটনাটি ঘটে টেস্টের প্রথম দিনে। আয়ারল্যান্ডের ইনিংসের ২৭তম ওভারে নিজ বলেই ফিল্ডিং করে নাহিদ রানা অপ্রয়োজনীয়ভাবে বল ছুড়ে মারেন ব্যাটার কেড কারমাইকেলের দিকে, যা গিয়ে লাগে তার প্যাডে। অথচ তখন কারমাইকেল ক্রিজ ছেড়ে বের হননি। ঘটনাটিকে আইসিসি 'অপ্রাসঙ্গিক ও বিপজ্জনক আচরণ' হিসেবে বিবেচনা করেছে।

এ ঘটনায় শাস্তির পাশাপাশি তার রেকর্ডে একটি ডিমেরিট পয়েন্ট যোগ করা হয়েছে নাহিদের নামের পাশে। গত ২৪ মাসে এটি তার প্রথম অপরাধ। এমিরেটস আইসিসি এলিট প্যানেলের ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট প্রস্তাবিত শাস্তি নাহিদ স্বেচ্ছায় মেনে নেওয়ায় কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

মাঠের আম্পায়ার স্যাম নোগাজস্কি ও আহসান রাজা, তৃতীয় আম্পায়ার রিচার্ড ইলিংওর্থ এবং চতুর্থ আম্পায়ার তানভির আহমেদ অভিযোগটি তোলেন ম্যাচ রেফারির কাছে।

আইসিসির নিয়ম অনুযায়ী, লেভেল-১ অপরাধের সর্বনিম্ন শাস্তি হলো আনুষ্ঠানিক সতর্কতা এবং সর্বোচ্চ শাস্তি ম্যাচ ফির ৫০ শতাংশ কাটা এবং এক বা দুই ডিমেরিট পয়েন্ট। কোনো খেলোয়াড়ের ডিমেরিট পয়েন্ট ২৪ মাসের মধ্যে চার বা তার বেশি হলে তা সাসপেনশন পয়েন্টে রূপান্তরিত হয়, যার ফলে খেলোয়াড়কে এক টেস্ট বা দুই ওয়ানডে/দুই টি-টোয়েন্টি থেকে নিষিদ্ধ করা হয়।

Comments

The Daily Star  | English
Khaleda Zia political legacy in Bangladesh

The magic of Khaleda Zia

Her last speeches call for a politics of ‘no vengeance’.

1d ago