জয়-মুমিনুল-সাদমানের দাপটে বাংলাদেশের লিড
প্রথম দিনে কোনো দোল এগিয়ে ছিল, তা নিয়ে দ্বিধা থাকলেও দ্বিতীয় দিনটা একেবারেই নিজেদের করে নিয়েছে বাংলাদশ দল। যার মূল কারিগর মাহমুদুল হাসান জয়। দারুণ এক সেঞ্চুরি করে এগিয়ে যাচ্ছেন ডাবলের দিকে। ওপেনিং পার্টনার সাদমান ইসলামের ভালো সমরথনের পর মুমিনুল হকও দিচ্ছেন দারুণ সঙ্গ।
বুধবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিনে ১ উইকেটে ৩৩৮ রান করে দিন শেষ করেছে টাইগাররা। এর আগে আইরিশদের তারা গুটিয়ে দেয় ২৮৬ রানে। অর্থাৎ এরমধ্যেই ৫২ রানের লিড নিয়েছে বাংলাদেশ।
জয় ক্যারিয়ার সেরা ১৬৯ রানের ইনিংস খেলে অপরাজিত রয়েছেন। শ্রীলঙ্কা সিরিজে বাদ পড়া এই ওপেনার দলে ফিরে করলেন সুযোগের দারুণ সদ্ব্যবহার। ২৮৩ রানের ইনিংসটি সাজিয়েছেন ১৪টি চার ও ৪টি ছক্কায়। ১২৪ বলে ৮০ রান করে অপরাজিত আছেন মুমিনুল। একমাত্র আউট হওয়া ব্যাটার সাদমানের সংগ্রহও ৮০ রান।
দিনের শুরুতে সকালে আয়ারল্যান্ডকে দ্বিতীয় ইনিংসের প্রথম সেশনে ২৮৬ রানে গুটিয়ে দেয় বাংলাদেশ। এরপর ব্যাট হাতে নামেন দুই ওপেনার জয় ও সাদমান। দুজনেই শুরু থেকেই দেখিয়ে দেন আক্রমণাত্মক মনোভাব। প্রথম উইকেটে এই জুটিতে আসে ১৬৮ রান। সাদমান ১০৪ বলে নয়টি চার ও একটি ছক্কায় সাজান নিজের ইনিংস।
জয়ের ব্যাট কিছুটা ধীরে চললেও আয়ারল্যান্ডের বোলারদের অসহায় করে তোলে। অফ সাইডে ধারাবাহিক ড্রাইভে চার হাঁকাতে থাকেন তিনি, এর সঙ্গে মিডউইকেট ও লং-অন দিয়ে কয়েকটি দৃষ্টিনন্দন ছক্কাও মারেন। শতক ছোঁয়ার পর আরও আত্মবিশ্বাসী হয়ে ওঠেন জয়, বিশেষ করে ক্যামফার ও পার্টটাইমার টেক্টরকে টানা চার-ছক্কার আঘাতে চেপে ধরেন তিনি।
সাদমান আউট হওয়ার পর জয়কে যোগ্য সঙ্গ দেন অভিজ্ঞ মুমিনুল হক। দুজন মিলে দ্বিতীয় উইকেটে আরও ১৭০ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন। ১২৪ বলের ইনিংসে মুমিনুল মারেন ৫টি চার ও ২টি ছক্কা।


Comments