এসকে সুরের লকারে পাওয়া গেল ১ কেজি স্বর্ণ, ১.৬৯ লাখ ডলার ৫৫ হাজার পাউন্ড

সিতাংশু কুমার সুর চৌধুরী। ছবি: সংগৃহীত

দুর্নীতি দমন কমিশন (দুদক) বাংলাদেশ ব্যাংকের একটি লকার থেকে সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার সুর চৌধুরীর (এসকে সুর) অপ্রদর্শিত সম্পদ উদ্ধার করেছে, যার মধ্যে রয়েছে ১.০৫ কেজি স্বর্ণ ও বৈদেশিক মুদ্রা।

দুদক পরিচালক কাজী সায়েমুজ্জামান বাংলাদেশ ব্যাংকের লকারটি তল্লাশি শেষে জানান, সেখানে পাওয়া গেছে ১ লাখ ৬৯ হাজার ৩০০ ডলার, ৫৫ হাজার পাউন্ড এবং ৭০ লাখ টাকার স্থায়ী আমানতের রসিদ।

তিনি জানান, বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা মূল্যবান সামগ্রী সংরক্ষণের জন্য ব্যক্তিগত লকার রাখতে পারেন। উদ্ধার করা সম্পদ আদালতে উপস্থাপন না করা পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের হেফাজতে থাকবে।

এসকে সুর বারবার নোটিশ পাওয়ার পরও তার সম্পদের বিবরণ জমা দিতে ব্যর্থ হওয়ায় আদালতের আদেশ অনুযায়ী দুদক অভিযানটি চালায়।

সায়েমুজ্জামান আরও জানান, এই সম্পদের তথ্য এসকে সুরের করনথিতে উল্লেখ করা হয়েছে কি না, তা দুদক তদন্ত করছে।

গত ১৯ জানুয়ারি দুদক ধানমন্ডিতে এসকে সুরের বাসভবনে অভিযান চালিয়ে ১৬ লাখ ২৫ হাজার টাকা নগদ উদ্ধার করে। সেইসঙ্গে পাওয়া যায় ৪ কোটি ৪৫ লাখ কোটি টাকার সঞ্চয়পত্র ও বীমার নথি। অভিযানের সময় তার মালিকানাধীন তিনটি ফ্ল্যাট সম্পর্কেও তথ্য পাওয়া যায়।

সম্পদের বিবরণ জমা দিতে ব্যর্থ হওয়ায় ২০২৪ সালের ২৩ ডিসেম্বর দায়ের করা মামলায় গত ১৪ জানুয়ারি গ্রেপ্তার করা হয় সাবেক এই ডেপুটি গভর্নরকে।

একই দিন এসকে সুর, তার স্ত্রী সুপর্ণা সুর চৌধুরী এবং তার মেয়ে নন্দিতা সুর চৌধুরীর বিরুদ্ধে সম্পদ বিবরণী জমা না দেওয়ার অভিযোগে তিনটি পৃথক মামলা করে দুদক।

এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার হালদারের (পিকে হালদার) সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে দুদকের নজরদারিতে ছিলেন এসকে সুর।

কর ফাঁকির অভিযোগে দুদক ও জাতীয় রাজস্ব বোর্ড এসকে সুর, তার স্ত্রী ও মেয়ের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করে।

এসকে সুরের সম্পদ নিয়ে দুদকের তদন্ত চলমান রয়েছে।

Comments

The Daily Star  | English
Bangladesh five year fiscal governance plan

Govt unveils new 5-year plan to bolster fiscal governance

The Finance Division under the finance ministry has launched its third Public Financial Management (PFM) Reform Strategy, a five-year plan designed to shift fiscal governance from system-based reforms to outcome-driven accountability and service delivery..For the first time, the plan mains

1h ago