গৃহকর্মী নির্যাতন: চিত্রনায়িকা একার বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ

অভিনেত্রী একা। ছবি: ফেসবুক থেকে নেওয়া

চলচ্চিত্র অভিনেত্রী একার বিরুদ্ধে গৃহকর্মী নির্যাতনের অভিযোগে করা মামলায় অভিযোগপত্র গ্রহণ করেছেন আদালত।

মামলার নথিপত্র যাচাই-বাছাই শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শহিদুল ইসলাম সোমবার অভিযোগপত্র গ্রহণের আদেশ দেন।

এছাড়া এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা নিতে মামলাটি চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) মো. রেজাউল করিম চৌধুরীর কাছে পাঠানো হয়েছে।

আদালত সূত্র দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছে।

এর আগে গত ২৪ এপ্রিল ঢাকার সিএমএম আদালতে অভিযোগপত্র জমা দেন হাতিরঝিল থানার উপপরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা মো. মোহাম্মদ ফয়সাল।

গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে গত বছরের ৩১ জুলাই একাকে রাজধানীর হাতিরঝিলের বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ।

গৃহকর্মী নির্যাতন ও মাদকদ্রব্য রাখার অভিযোগে হাতিরঝিল থানায় দায়ের করা ২টি মামলায় ২ আগস্ট রিমান্ড ও জামিন উভয় আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠান আদালত।

Comments

The Daily Star  | English
Secretariat employees protest against 'stricter' govt service law

Secretariat employees protest against 'stricter' govt service law

From 9:30am, officers and staff started gathering in front of building no. 6 at the Secretariat's Badamtola.

1h ago