চোর সন্দেহে মারধর, ইটের আঘাতে হত্যার অভিযোগ

মিরপুরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে ২ শ্রমিকের মৃত্যু
প্রতীকী ছবি। স্টার ডিজিটাল গ্রাফিক্স

রাজধানীর ডেমরায় বাদশা মিয়া রোড এলাকায় রাকিবুর রহমান (৩৫) নামে এক ব্যক্তিকে চোর সন্দেহে মারধর ও মাথায় ইট দিয়ে আঘাত করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় ২ জনকে আটক করেছে পুলিশ।

আজ শুক্রবার ভোরের দিকে বাদশা মিয়া রোডের ৬ নম্বর গলি এলাকায় নির্মাণাধীন একটি ভবনের সামনে রাকিবুরকে মারধরের এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় স্বজনরা রাকিবকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সকাল ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া রাকিবের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত রাকিবের ভাগিনা জুবায়ের আলী জানান, তার বাড়ি ডেমরার বামৈল পাইটি এলাকায়। তার বাবার নাম খলিলুর রহমান।  তার স্ত্রী ও ২ সন্তান আছে।

জুবায়ের বলেন, 'ঘটনস্থল থেকে জানতে পারি মামার (রাকিব) সঙ্গে আরও একজন ছিলেন। ওখানকার একটি নির্মাণাধীন ভবনের শ্রমিকরা চোর সন্দেহে তাকে মারধর করে, মাথায় ইট দিয়ে আঘাত করে। এ সময় মামার সঙ্গে থাকা আরেকজন পালিয়ে যান।'

ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুর রহমান জানান, সকালে ৯৯৯ থেকে ফোন পেয়ে এই ঘটনার বিষয়ে জানতে পারে পুলিশ।

তিনি বলেন, 'এ ঘটনায় ২ জনকে আটক করা হয়েছে। বিস্তারিত জানার চেষ্টা চলছে। রাকিবের মরদেহ এখন মর্গে আছে।'

Comments

The Daily Star  | English
NBR to become separate specialised agency

NBR officials withdraw complete shutdown programme

However, the non-cooperation programme with the NBR chairman will continue

1h ago