ল্যুভর জাদুঘরে চুরির ঘটনায় ২ সন্দেহভাজন গ্রেপ্তার
ঠিক এক সপ্তাহ আগে প্যারিসের বিখ্যাত ল্যুভর জাদুঘরে দিনে–দুপুরে অবিশ্বাস্য কায়দায় চুরির ঘটনা ঘটে। গত রোববারের ওই ঘটনার পর থেকেই চোর ধরতে উঠেপড়ে লেগেছে ফরাসি পুলিশ। তাদের সেই উদ্যোগে অবশেষে ফল মিলেছে—সন্দেহভাজন দুই ব্যক্তির হাতে হাতকড়া পরেছে।
আজ রোববার এই তথ্য জানিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি।
১৯ অক্টোবরের দুঃসাহসিক চুরির সঙ্গে জড়িতদের আটক করতে শতাধিক গোয়েন্দা মোতায়েন করা হয়।
ফরাসি কৌঁসুলি লরেঁ বেকু জানান, শনিবার সন্ধ্যায় চুরির ঘটনায় জড়িত সন্দেহে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও জানান, 'গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন প্যারিসের শার্লস দ্য গল বিমানবন্দর হয়ে দেশ ছেড়ে যাওয়ার চেষ্টা করছিলেন।'
এএফপিকে এক সূত্র জানান, ওই ব্যক্তি আলজেরিয়াগামী উড়োজাহাজে ওঠার চেষ্টা করছিলেন।
দ্বিতীয় ব্যক্তিকে প্যারিসের এক অজ্ঞাত অবস্থান থেকে গ্রেপ্তার করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে সংঘবদ্ধ চুরি ও অপরাধমূলক ষড়যন্ত্রে অংশ নেওয়ার অভিযোগ এনেছে পুলিশ।
ঘটনার দিন তিন মুখোশধারী ব্যক্তি সেইন নদী সংলগ্ন অংশ দিয়ে আসেন। জাদুঘরে প্রবেশের জন্য তারা একটি ধাতব মই ব্যবহার করেন।
পরে তারা ছোট বৈদ্যুতিক করাত দিয়ে জানলার গ্রিল কেটে জাদুঘরের অ্যাপোলো গ্যালারিতে ঢুকে নয়টি মহামূল্যবান অলংকারসামগ্রী নিয়ে মোটর-স্কুটারে করে পালিয়ে যান।
ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ নুনেজ বলেছেন, 'মাত্র সাত মিনিটে এই চুরির ঘটনা সম্পন্ন হয়েছে। চোরেরা খুব দ্রুত প্রদর্শনী কেস থেকে অলংকারগুলো নিয়ে পালিয়ে যান।'
প্রকাশ্য দিবালোকে এই দুঃসাহসিক চুরির ঘটনা বিশ্বজুড়ে খবরের শিরোনাম হয়েছে। এই ঘটনায় ফ্রান্সে মূল্যবান ঐতিহ্য ও সাংস্কৃতিক মূল্যবাহী সম্পদের নিরাপত্তা প্রশ্নবিদ্ধ হয়েছে।
ল্যুভর জাদুঘরের পরিচালক স্বীকার করেন, জাদুঘরের বাইরের দেওয়ালের একটি অংশে নিরাপত্তা নজরদারি উপকরণের 'ব্লাইন্ড স্পটের' ফায়দা নিয়ে চোররা সাফল্য অর্জন করে।
তবে বেকু জানান, অন্যান্য জায়গায় স্থাপিত সরকারি ও বেসরকারি নিরাপত্তা ক্যামেরার মাধ্যমে গোয়েন্দারা প্যারিস ও আশেপাশের জায়গায় চোরদের গতিবিধি অনুসরণ করতে পেরেছেন।
তদন্তকারীরা ঘটনাস্থল থেকে অসংখ্য ডিএনএ নমুনা ও আঙ্গুলের ছাপ সংগ্রহ করতে সক্ষম হয়।
সাম্প্রতিক সময়ে ফরাসি জাদুঘরগুলোতে চুরি-ডাকাতির হিড়িক পড়েছে।
ল্যুভরের ঘটনার ২৪ ঘণ্টা পার না হতেই দেশটির পূর্বাঞ্চলের একটি জাদুঘরে স্বর্ণ ও রুপার মুদ্রা খোয়া যায়। চোররা ডিসপ্লে কেস ভেঙে চুরমার করে এসব মূল্যবান সম্পদ নিয়ে যান।
গত মাসে প্যারিসের ন্যাচারাল হিস্টোরি মিউজিয়ামে অনুপ্রবেশ করেন কয়েকজন অপরাধী। তারা দেড় মিলিয়ন মার্কিন ডলার মূল্যমানের স্বর্ণের পিণ্ড নিয়ে পালিয়ে যান।
ওই ঘটনায় জড়িত সন্দেহে এক চীনা নারী গ্রেপ্তার হয়েছেন।


Comments