ফিফা র্যাঙ্কিং: শীর্ষ থেকে তিনে নেমে গেল আর্জেন্টিনা

১১ বছর পর ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠল স্পেন। শেষবার তারা বিশ্বের এক নম্বর ফুটবল দল ছিল ২০১৪ সালের জুনে। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা দুই ধাপ পিছিয়ে নেমে গেল তিনে।
বৃহস্পতিবার সদস্য দেশগুলোর হালনাগাদকৃত র্যাঙ্কিং প্রকাশ করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা।
র্যাঙ্কিংয়ের শীর্ষে আর্জেন্টিনার দুই বছরের রাজত্বের অবসান ঘটেছে। স্পেনের পাশাপাশি এক ধাপ এগোনো ফ্রান্স দখল করেছে দ্বিতীয় স্থান। আগের মতোই চার নম্বরে রয়েছে ইংল্যান্ড। ব্রাজিলকে ষষ্ঠ স্থানে ঠেলে দিয়ে পাঁচে উঠেছে পর্তুগাল।
চলতি মাসের শুরুতে ছিল ফিফা উইন্ডো। ইউরোপিয়ান অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে স্পেন তাদের অভিযান শুরু করেছে দুর্দান্ত কায়দায়। বুলগেরিয়াকে ৩-০ ও তুরস্ককে ৬-০ ব্যবধানে বিধ্বস্ত করেছে ২০১০ সালের বিশ্ব চ্যাম্পিয়নরা।
আগামী বছর যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠেয় বিশ্বকাপে জায়গা পাওয়ার দৌড়ে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সও শুভ সূচনা করেছে। তারা ২-০ গোলে ইউক্রেন ও ২-১ গোলে আইসল্যান্ডকে হারিয়েছে।
গত মার্চেই আর্জেন্টিনা বিশ্বকাপের টিকিট পেয়ে গেছে। দক্ষিণ আমেরিকান অঞ্চলের বাছাই তারা শেষ করেছে পয়েন্ট তালিকার শীর্ষে থেকে। ১৮ ম্যাচে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নদের অর্জন ৩৮ পয়েন্ট। তবে শেষ ম্যাচে ইকুয়েডরের কাছে ১-০ গোলে হেরেছে তারা।
২০২৬ বিশ্বকাপ ঠাঁই করে নেওয়ার খুব কাছে রয়েছে ১৯৬৬ সালের বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড। তারা অ্যান্ডোরার বিপক্ষে ২-০ গোলে জয়ের পর সার্বিয়াকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে। পাঁচ ম্যাচে তারা পেয়েছে পূর্ণ ১৫ পয়েন্ট।
ইতোমধ্যে বিশ্বকাপে ওঠা ব্রাজিল বাছাইপর্ব শেষ করেছে পঞ্চম স্থানে থেকে। রেকর্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা ১৮ ম্যাচে পেয়েছে ২৮ পয়েন্ট। আর্জেন্টিনার মতো তারাও নিজেদের শেষ ম্যাচে হেরেছে, বলিভিয়ার কাছে ১-০ গোলে।
সাতে থাকা নেদারল্যান্ডস ও আটে থাকা বেলজিয়ামের অবস্থান পাল্টায়নি। ক্রোয়েশিয়া নবম ও ইতালি দশম স্থানে উঠে এসেছে। দুই দলই এগিয়েছে এক ধাপ করে। তিন ধাপ পেছানো জার্মানি রয়েছে ১২ নম্বরে। উরুগুয়ে এক ধাপ এগিয়ে ১৫তম স্থানে আছে।
Comments