যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে ৯ যাত্রী আহত, গ্রেপ্তার ২

ইংল্যান্ডের পূর্বাঞ্চলীয় হান্টিংডন স্টেশনে ট্রেনে ছুরিকাঘাতের ঘটনার পর পুলিশ ও জরুরি সেবাকর্মীরা এলএনইআর আজুমা ট্রেনের পাশে উদ্ধার অভিযান পরিচালনা করেন। ১ নভেম্বর, ২০২৫। ছবি: এএফপি

ইংল্যান্ডের পূর্বাঞ্চলীয় শহর ক্যামব্রিজের কাছে একটি ট্রেনে একাধিক ছুরিকাঘাতের ঘটনায় নয়জন গুরুতর আহত হয়েছেন। এই হামলার পর দুই সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এই হামলাকে 'ভয়াবহ ঘটনা' হিসেবে অভিহিত করেছেন।

ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশ (বিটিপি) জানায়, পুরো ঘটনা ও এর উদ্দেশ্য কী ছিল, তা জানার জন্য তারা তদন্ত করছে। এ ঘটনায় সন্ত্রাসবিরোধী ইউনিটও তদন্তে সহায়তা করছে।

বিটিপির চিফ সুপারিনটেনডেন্ট ক্রিস কেসি বলেন, 'আমরা দ্রুত তদন্ত চালাচ্ছি, যেন সঠিক তথ্য জানা যায়। তদন্তে কিছুটা সময় লাগবে, তাই এখনই কোনো অনুমান করা ঠিক হবে না।'

ক্যামব্রিজশায়ার পুলিশ জানায়, স্থানীয় সময় শনিবার রাত ৮টার দিকে তারা খবর পায়, উত্তর ইংল্যান্ডের ডনকাস্টার থেকে লন্ডনের কিংস ক্রসগামী একটি ট্রেনে একাধিক যাত্রীকে ছুরিকাঘাত করা হয়েছে। এরপর ট্রেনটি হান্টিংডন স্টেশনে থামানো হয়, যেখানে পুলিশ ট্রেনে প্রবেশ করে দুজনকে গ্রেপ্তার করে।

ইস্ট অব ইংল্যান্ড অ্যাম্বুলেন্স সার্ভিস জানায়, তারা হান্টিংডন রেলওয়ে স্টেশনে উদ্ধার অভিযান অংশ নিয়েছে। সেখানে অসংখ্য অ্যাম্বুলেন্স, ক্রিটিক্যাল কেয়ার টিম ও তিনটি এয়ার অ্যাম্বুলেন্স মোতায়েন করা হয়।

প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স পোস্টে বলেন, 'এটি একটি উদ্বেগজনক ঘটনা। আহত ও ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা রইল। দ্রুত উদ্ধার অভিযান চালানোয় জরুরি সেবার কর্মীদের ধন্যবাদ।'

Comments

The Daily Star  | English
Sharif Osman Hadi dies in Singapore

Sharif Osman Hadi no more

Inqilab Moncho spokesperson dies in Singapore hospital

4h ago