টাংকে ফেরালেও বশিরকে না রেখে ইংল্যান্ডের চমক

ছবি: এএফপি

অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাশেজ সিরিজের অত্যন্ত গুরুত্বপূর্ণ তৃতীয় টেস্টে স্পিনার শোয়েব বশিরকে একাদশে রাখেনি ইংল্যান্ড। ব্রিসবেনে দ্বিতীয় টেস্টে হেরে যাওয়া দলটির একাদশে একটি মাত্র পরিবর্তন আনা হয়েছে। প্রত্যাশিতভাবেই পেসার গাস অ্যাটকিনসনের জায়গায় ঢুকেছেন আরেক পেসার জশ টাং।

মর্যাদাপূর্ণ ট্রফিটি নিজেদের কব্জায় আনার আশা বাঁচিয়ে রাখতে আসন্ন টেস্টে জয় ছাড়া আর কোনো বিকল্প নেই সফরকারীদের। তবে সোমবার ঘোষিত একাদশে ২২ বছর বয়সী বশিরকে না রাখাই সবচেয়ে বেশি চোখে পড়ার মতো। কারণ অ্যাডিলেড ওভালে স্পিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করা হচ্ছে। ইংল্যান্ড অবশ্য স্পিন বোলিং অলরাউন্ডার উইল জ্যাকসকে একাদশে ধরে রেখেছে। তিনি গত তিন বছরের মধ্যে তার প্রথম টেস্টটি খেলেন ব্রিসবেন ক্রিকেট গ্রাউন্ডে।

চলমান পাঁচ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে পিছিয়ে থাকা ইংল্যান্ড দলের অধিনায়ক বেন স্টোকস ও প্রধান কোচ ব্রেন্ডন ম্যাককালামের জন্য বশিরকে একাদশের বাইরে রাখা একটি বিরাট সিদ্ধান্ত। কারণ অ্যাডিলেড টেস্টে নেতিবাচক ফল তাদের পদ ও সুনামকে ঝুঁকিতে ফেলতে পারে। এর ফলে বশিরকে নিয়ে চালানো পুরো পরিকল্পনাটি প্রশ্নের মুখে পড়েছে, যেখানে গত দুই বছর ধরে তাকে টেস্ট খেলতে খেলতেই শেখার সুযোগ করে দেওয়া হয়েছে।

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম দুই টেস্টে বশিরের অনুপস্থিতির কারণ হিসেবে সেখানকার পিচের গড়নকে তুলে ধরা হয়েছিল। স্বাগতিকদের অফ স্পিনার ন্যাথান লায়ন পার্থে হওয়া প্রথম টেস্টে মাত্র দুই ওভার বল করেন এবং দ্বিতীয় টেস্টের একাদশ থেকে বাদ পড়েন। তবে আগামী বুধবার সকালে শুরু হতে যাওয়া ম্যাচে লায়ন ফিরছেন এমন একটি ভেন্যুতে, যেখানে অনুষ্ঠিত টেস্টে তার চেয়ে বেশি উইকেট (৬৩) আর কোনো বোলার নিতে পারেননি।

গত বছরের শুরুতে ভারতের মাটিতে টেস্ট অভিষেকের পর থেকে ইংল্যান্ডের জার্সিতে বশিরের পারফরম্যান্সকে 'আংশিক সফলতা' বলা যেতে পারে। ১৯ টেস্টে ৩৯ গড়ে তার শিকার ৬৮ উইকেট। গত মে মাসে তিনি সর্বকনিষ্ঠ ইংলিশ বোলার হিসেবে টেস্টে ৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন। তবে জুলাইয়ে ভারতের বিপক্ষে ঘরের মাঠে লর্ডস টেস্টে আঙুলে আঘাত পাওয়ার পর থেকে তিনি আর জাতীয় দলের হয়ে খেলেননি।

অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় অ্যাশেজ টেস্টের ইংল্যান্ড একাদশ: জ্যাক ক্রলি, বেন ডাকেট, ওলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস (অধিনায়ক), জেমি স্মিথ, উইল জ্যাকস, ব্রাইডন কার্স, জোফ্রা আর্চার ও জশ টাং।

Comments

The Daily Star  | English
Khaleda Zia political legacy in Bangladesh

The magic of Khaleda Zia

Her last speeches call for a politics of ‘no vengeance’.

17h ago