বন্ডাই বিচে হামলা ‘ইহুদিবিদ্বেষী কর্মকাণ্ড’: অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী

অ্যান্থনি আলবানিজ। ছবি: রয়টার্স

সিডনির বন্ডাই বিচে হানুক্কা উৎসবে গুলিবর্ষণের ঘটনাকে 'ইহুদিবিদ্বেষী সন্ত্রাসী হামলা' বলেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ।

আজ রোববার সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য নিশ্চিত করেছে।

আজ সিডনি সময় রোববার সন্ধ্যায় হানুক্কার প্রথম দিন উপলক্ষে বন্ডাই বিচের কাছে একটি পার্কে মানুষ জড়ো হলে দুই ব্যক্তি সেখানে গুলি চালায়। 

এ ঘটনায় একজন বন্দুকধারীসহ ১২ জন নিহত হন এবং আরও ২৯ জন আহত হন বলে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বলেন, এই হামলা অস্ট্রেলিয়ার ইহুদি সম্প্রদায়কে লক্ষ্য করে পরিচালিত একটি 'অশুভ ইহুদিবিদ্বেষী কর্মকাণ্ড'। 

তিনি বলেন, অস্ট্রেলিয়া কখনোই বিভাজন, সহিংসতা কিংবা ঘৃণার কাছে মাথা নত করবে না।

তিনি আরও জানান, এই ঘৃণা নির্মূল করার অঙ্গীকারই তার সরকারের অবস্থান।
প্রধানমন্ত্রী বলেন, এই 'ঘৃণ্য সহিংসতার ঘটনা' থেকে একটি "জাতীয় ঐক্যের মুহূর্ত" তৈরি হবে। অস্ট্রেলীয়রা ইহুদি সম্প্রদায়ের পাশে দাঁড়াবে সবসময়। 

তিনি আরও বলেন, অস্ট্রেলিয়া তার ইহুদি সম্প্রদায়ের পাশে রয়েছে। মানুষ হিসেবে 'আপনি কে এবং আপনি কী বিশ্বাস করেন, তা নিয়ে গর্ব করার' অধিকারও সবার রয়েছে। 

বিবিসি জানিয়েছে, হানুক্কা ইহুদিদের 'আলোর উৎসব' হিসেবে পরিচিত। 
ঐতিহাসিকভাবে এটি ২ হাজার বছরেরও বেশি আগে গ্রিকদের বিরুদ্ধে সংগ্রামের পর স্বাধীনভাবে ধর্ম পালনের অধিকার অর্জনের স্মারক।

আলবানিজ বক্তব্যের শেষে বলেন, এই কঠিন সময়ে ইহুদি সম্প্রদায় যেন অনিরাপদবোধ না করেন–তা নিশ্চিত করাই সরকারের দায়িত্ব।

Comments