ল্যুভর জাদুঘরে চুরির ঘটনায় আরও ৪ সন্দেহভাজন গ্রেপ্তার

চুরির পর ল্যুভর জাদুঘরের আশপাশে নিরাপত্তা বাড়ানো হয়েছে। ছবি: এএফপি

প্যারিসের বিখ্যাত ল্যুভর জাদুঘরে দিনে–দুপুরে অবিশ্বাস্য চুরির ঘটনায় আরও ৪ সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ। 

এ নিয়ে ৮ সন্দেহভাজনকে আটক করেছে ফরাসি পুলিশ। 

ফরাসি সরকারের কৌঁসুলি লরেঁ বেকু'র বিবৃতির বরাতে আজ মঙ্গলবার সিএনএন এ তথ্য নিশ্চিত করেছে।

বিবৃতিতে বলা হয়, আটকদের ৪ জনের মধ্যে দুজন ৩৮ ও ৩৯ বছর বয়সী পুরুষ এবং দুজন ৩১ ও ৪০ বছর বয়সী নারী। 

চলমান তদন্তের অংশ হিসেবে নতুন ৪ জনকেও জিজ্ঞাসাবাদ করা হবে বলে বিবৃতিতে জানানো হয়।  

১৯ অক্টোবর ল্যুভর জাদুঘরে দিনে–দুপুরে অবিশ্বাস্য কায়দায় চুরির ঘটনা ঘটে। দুঃসাহসিক এ চুরির সঙ্গে জড়িতদের আটক করতে শতাধিক গোয়েন্দা মোতায়েন করা হয়।

নতুন অভিযুক্তদের বিরুদ্ধে সম্ভাব্য অভিযোগ সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানাননি বেকু।

ফ্রান্সের টেলিভিশন ও রেডিও নিউজ ব্রডকাস্ট নেটওয়ার্কের বরাতে সিএনএন জানায়, নতুন আটক এক নারী চুরি চক্রে জড়িত চতুর্থ সদস্য। ঘটনার পরপর অক্টোবরে আটক ৪ জনের বিরুদ্ধে সংঘবদ্ধ চুরি ও অপরাধমূলক ষড়যন্ত্রে অংশ নেওয়ার অভিযোগ আনা হয়েছে। 

চুরির আগে চার মুখোশধারী সেইন নদী সংলগ্ন অংশ দিয়ে আসেন। গাড়িতে বসানো যান্ত্রিক ধাতব মই ব্যবহার করে জাদুঘরের বারান্দায় পৌঁছান। এরপর দুই চোর ছোট বৈদ্যুতিক করাত দিয়ে জানলার গ্রিল কেটে 'গ্যালারি অফ অ্যাপোলো'তে প্রবেশ করে। 

উনবিংশ শতাব্দীর ফরাসি রাজপরিবারের মুকুট, হার, দুল ও ব্রোচসহ নয়টি মহামূল্যবান অলংকার নিয়ে স্কুটারে করে পালিয়ে যায় তারা।  

মাত্র সাত মিনিটে প্রকাশ্য দিবালোকে এই চুরির ঘটনা বিশ্বজুড়ে খবরের শিরোনাম হয়।

Comments

The Daily Star  | English
Sharif Osman Hadi dies in Singapore

Sharif Osman Hadi no more

Inqilab Moncho spokesperson dies in Singapore hospital

14h ago