দুর্ঘটনায় আহত হয়েও উদ্ধারে অনীহা!

আহত ২ যুবককে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে পুলিশ। ছবি: সংগৃহীত

সোমবার রাত ৯টা। চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার পেয়ারাতলার ফুলতলা মোড়ে দ্রুতগতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এক নারীকে ধাক্কা দিয়ে পাশের ডোবায় পড়ে যায়। মোটরসাইকেলে আরোহী ছিলেন ২ যুবক। এ ঘটনায় তারা বেশ আহত হন। তাদের শরীর কেটে রক্ত বের হতে থাকে।

দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই মোটরসাইকেল আরোহীদের উদ্ধারে ছুটে যান স্থানীয়রা। তবে বিধিবাম! কেউই তাদের কাছে যেতে পারেননি। কেননা আহত দুজন সবাইকে কাছে ঘেঁষতে মানা করছিলেন। রক্তাক্ত দেহে তারা নিজেরাই মোটরসাইকেল ডোবা থেকে তুলে দ্রুত ঘটনাস্থল থেকে সটকে পড়ার চেষ্টা করছিলেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

প্রত্যক্ষদর্শীরা আরও জানান, সাধারণত দুর্ঘটনা কবলিতরা অন্যদের সহায়তা চান, তাদের বাঁচার আকুতি থাকে। তবে এ ক্ষেত্রে ব্যতিক্রম ঘটনা ঘটেছে। এ কারণে উদ্ধারে এগিয়ে যাওয়া সবাই বেশ অবাক হয়েছেন। একপর্যায়ে তাদের মনে সন্দেহ দেখা দেয়। কেউ পুলিশে খবর দিতে চান, কেউ তাদের আটকানোর পরামর্শ দেন। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে বেশ ভিড় জমে যায়। একপর্যায়ে তাদের পরিচয় জানতে পারেন স্থানীয়রা।

তারা হলেন, চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার সুলতানপুর গ্রামের মাঝেরপাড়ার আব্দুল মোমিনের ছেলে শিপ্লব হোসেন (২০) ও সদর উপজেলার দর্শনা থানাধীন রাঙ্গিয়ারপোতা গ্রামের রফিকুল ইসলামের ছেলে আল আমিন (২২)।

পরিচয় নিশ্চিত হওয়ার পর স্থানীয়রা যখন তাদের উদ্ধার করেন, তখন একে একে যাবতীয় রহস্যের জট খুলতে শুরু করে। স্থানীয়রা দেখেন যে, ওই ২ যুবকের শরীরে জামার নিচে বিশেষ কায়দায় লুকানো রয়েছে ৮১ বোতল ফেনসিডিল। 

খবর পেয়ে দুর্ঘটনাস্থলে আসে আন্দুলবাড়িয়া পুলিশ ফাঁড়ির একটি দল। তারা ওই ২ যুবককে আটক করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক দ্য ডেইলি স্টারকে বলেন, 'প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, শরীরে বিশেষ কায়দায় ফেনসিডিল বেঁধে চুয়াডাঙ্গার শিয়ালমারী থেকে মোটরসাইকেলযোগে খুলনায় যাচ্ছিলেন তারা। দুজনেই ফেনসিডিল ব্যবসায়ী। ভারত থেকে নিয়মিত ফেনসিডিল এনে থাকেন তারা।'

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মারভীন অনিক চৌধুরী ডেইলি স্টারকে বলেন, 'গতরাত সাড়ে ১২টার দিকে পুলিশ ওই ২ যুবককে হাসপাতালে নিয়ে আসে। তাদের শরীরের বিভিন্ন অংশে জখম রয়েছে।'

ওসি জানান, ওই ২ যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে। চিকিৎসা শেষে তাদের আদালতে তোলা হবে।

Comments

The Daily Star  | English
Osman Hadi air ambulance to Singapore for treatment

Air ambulance carrying Hadi departs Dhaka for Singapore

Critically injured Dhaka-8 aspirant set for Singapore treatment after emergency government decision

2h ago