মুন্সিগঞ্জে ৪ হাজার লিটার সয়াবিন তেল জব্দ, ১ লাখ টাকা জরিমানা

শ্রীনগরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান। ছবি: সংগৃহীত

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় ২ দোকান থেকে মজুদ করা ৪ হাজার লিটার সয়াবিন তেল জব্দ করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মজুদ তেলের বোতল খুলে খোলা বাজারে বেশি দামে বিক্রির অপরাধে সেলিম স্টোরকে ৫০ হাজার টাকা ও সায়েদ স্টোরকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অধিদপ্তরের মুন্সিগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিদ আল আজাদ ও শ্রীনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সজীব আহমেদ এ জরিমানা করেন।

বৃহস্পতিবার বেলা ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ অভিযান চালানো হয়।

আসিদ আল আজাদ দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'সেলিম স্টোর ও সায়েদ স্টোরের মালিক পুরোনো দামে তেল বিক্রি না করে মজুদ করে রেখেছিলেন। এসব তেল গত বছরের নভেম্বর মাস থেকে মজুদ করা হচ্ছিল। এই তেল তারা আগামী ১ বছরেও বিক্রি করতে পারবে না।'

তিনি জানান, ১৯০ টাকা লিটার প্রতি সয়াবিন তেল ৩০ টাকা বেশি দামে বিক্রি করছিল বিক্রেতারা। এ সময় সেলিম স্টোর থেকে প্রায় ২ হাজার ২০০ লিটার ও সায়েদ স্টোর থেকে প্রায় ১ হাজার ৮০০ লিটার বোতলজাত সয়াবিন তেল জব্দ করা হয়।

জব্দকৃত তেল উপস্থিত ক্রেতাদের কাছে পুরোনো দামে বিক্রি করা হয়েছে বলে জানান তিনি।

Comments

The Daily Star  | English

Largest Islamic bank in the making

The five banks slated for consolidation are First Security Islami Bank, Union Bank, Global Islami Bank, Social Islami Bank and Exim Bank.

9h ago