চট্টগ্রামের মাঝিরঘাটে আগুনে পুড়ল ৫ জুতা কারখানা

প্রতীকী ছবি। স্টার ডিজিটাল গ্রাফিক্স

চট্টগ্রাম নগরের মাঝিরঘাট এলাকায় আগুন লেগে ৫টি জুতার কারখানাসহ একটি মুদিদোকান পুড়ে গেছে।

আজ বুধবার ভোরে মাঝিরঘাটের দারোগাহাট রোড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ থেকে জানানো হয়, ভোর পৌনে ৬টার দিকে একটি জুতা কারখানা থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা আশপাশের কারখানাগুলোতে ছড়িয়ে পড়ে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক আনিসুর রহমান বলেন, 'খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।'

আগুনে প্রায় সাড়ে ১৮ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

Comments

The Daily Star  | English

Bangladesh’s uncounted economy

Women do 85% of unpaid labour, worth Tk 5.7 trillion

1h ago