যেভাবে পুড়ল হংকংয়ের আকাশচুম্বী ভবনগুলো, দেখুন ছবিতে
একাধিক অ্যাপার্টমেন্ট ভবনে আগুন লাগার পর যে মর্মান্তিক ঘটনা ঘটেছে, তার পূর্ণ চিত্র জানতে এখনো অপেক্ষা করছে হংকং। গত বুধবার ভয়াবহ এই আগুন লাগে।
বিবিসি বলছে, এ ঘটনায় এখন পর্যন্ত অন্তত ১২৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, আহত হয়েছেন বহু মানুষ, আর হাজারো বাসিন্দা ঘরবাড়ি হারিয়ে আশ্রয়কেন্দ্রে থাকতে বাধ্য হচ্ছেন। কিছু বাসিন্দার খোঁজ এখনো মেলেনি।
আগুনে ক্ষতিগ্রস্ত টাওয়ারগুলোর পোড়া অংশ থেকে প্রমাণ সংগ্রহ ও আগুন লাগার কারণ উদঘাটনে তদন্ত করছে পুলিশ। ধারণা করা হচ্ছে, কিছু মৃতদেহ এখনো ভবনের ভেতরে রয়ে গেছে।
হংকংয়ের উত্তরাঞ্চলের আবাসিক এলাকা তাই পো'র একটি বড় আবাসিক কমপ্লেক্সে এই আগুনের সূত্রপাত।
১৯৮৩ সালে নির্মিত ওয়াং ফুক কোর্ট কমপ্লেক্সে প্রায় ২ হাজার অ্যাপার্টমেন্ট রয়েছে।
এসব অ্যাপার্টমেন্ট আটটি টাওয়ার ব্লকে ছড়িয়ে আছে, প্রতিটির উচ্চতা ৩০ তলার বেশি।
আগুনের সূত্রপাত হয় এফ ব্লকে, যা ওয়াং চিয়ং হাউস নামে পরিচিত।
এরপর আগুন পাশের আরও ছয়টি টাওয়ারে ছড়িয়ে পড়ে।
২০২৪ সাল থেকে পুরো কমপ্লেক্সে সংস্কার কাজ চলছিল, আর ভবনগুলো বাঁশের মাচা ও সুরক্ষাবেষ্টনী দিয়ে ঘেরা ছিল।
সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার প্রথমদিকের একটি ভিডিও পোস্ট করে এক ব্যক্তি জানান, স্থানীয় সময় দুপুর ২টা ৫১ মিনিটে আগুন দেখার আগে তিনি জোরে আওয়াজ শুনেছিলেন এবং তখনই সতর্কবার্তা দেন।
ভিডিও ধারণকারী বা আশপাশের মানুষদের চিৎকার করে বলতে শোনা যায়, 'তাড়াতাড়ি বের হয়ে যান, আগুন লেগেছে!' এবং 'অবস্থা খারাপ—আমরাও বের হয়ে যাচ্ছি।'
সামাজিক যোগাযোগমাধ্যমে অপর এক পোস্ট অনুযায়ী, আগুন ৬ মিনিটের মধ্যে অন্যান্য তলায় ছড়িয়ে পড়ে। শুরুর ৯০ মিনিটের মধ্যে আগুন পাশের অন্তত দুটি টাওয়ারে পৌঁছে যায়।
কয়েক ঘণ্টার মধ্যেই এই আগুনকে সর্বোচ্চসীমা লেভেল-ফাইভ ক্যাটাগরির বলে ঘোষণা করা হয়।
আগুনের তীব্র তাপের কারণে উদ্ধারকাজের সময় দমকলকর্মীরা ভবনে প্রবেশ করতে পারেননি বলে জানান অগ্নিনির্বাপণ বিভাগের উপপরিচালক ডেরেক আর্মস্ট্রং চ্যান।
ভেতরে আটকে পড়া মানুষের স্বজনরা, আর যারা কোনোভাবে বের হতে পেরেছিলেন—তারা অসহায়ভাবে শুধু ভবনগুলোর পুড়তে থাকা দেখছিলেন।
১৯৪৮ সালের পর এটিই হংকংয়ের সবচেয়ে ভয়াবহ আগুন।
৭১ বছর বয়সী এক ব্যক্তি বাইরে দাঁড়িয়ে কান্নায় ভেঙে পড়েন—তার স্ত্রী ভেতরে আটকা পড়েছেন বলে জানান।
দুই হাজারেরও বেশি দমকলকর্মী আগুন নেভানোর কাজে অংশ নেন, এতে একজনের মৃত্যু ও ১২ জন আহত হন। হেলিকপ্টার থেকে পানি ছিটালেও উঁচু ভবনের ভেতরের আগুনে নেভে না, তাই তা ব্যবহার করা হয়নি।
রাতভর আগুন জ্বলতে থাকে এবং লেলিহান শিখা এক ব্লক থেকে আরেক ব্লকে ছড়িয়ে পড়ে।
আগুন তুঙ্গে ওঠার সময় তাপমাত্রা ৫০০ ডিগ্রি সেলসিয়াস (৯৩২ ফারেনহাইট) পর্যন্ত পৌঁছে যায় বলে জানায় কর্তৃপক্ষ। তারা আরও জানায়, এত বেশি তাপের কারণে নেভানোর পরও কিছু স্থানে আগুন আবার জ্বলে ওঠে।
প্রায় ৪৪ ঘণ্টা পর শুক্রবার স্থানীয় সময় সকাল ১০টা ১৮ মিনিটের দিকে আগুন পুরোপুরি নেভানো হয় বলে জানানো হয়।
সর্বশেষ শুমারি অনুযায়ী, ওয়াং ফুক কোর্ট কমপ্লেক্সে প্রায় ৪ হাজার ৬০০ মানুষ বাস করতেন। আটটি টাওয়ারের প্রতিটিই ৩১ তলা—সবগুলোর বিন্যাসও প্রায় একই।
শুমারি অনুসারে, ওয়াং ফুক কোর্টের প্রায় ৪০ শতাংশ বাসিন্দাই কমপক্ষে ৬৫ বছর বয়সী। অগ্নিনির্বাপণ বিভাগ পরে জানায়, আটটি ব্লকের কোথাও অগ্নিসংকেত ব্যবস্থা যথাযথভাবে কাজ করেনি এবং কিছু বাসিন্দা জানান—স্বজনদের কাছ থেকেই প্রথমে বিপদের কথা জানতে পেরেছিলেন।
তদন্তকারীরা সংস্কারকাজে ব্যবহৃত প্লাস্টিক শিট, স্টাইরোফোমসহ বিভিন্ন উপকরণে আগুন ছড়ানোর প্রভাব যাচাই করবেন—যেগুলো অগ্নিনিরোধক নয় বলে জানিয়েছে পুলিশ।
সংস্কারের সময় ক্ষতি থেকে বাঁচাতে ভবনের জানালাগুলোতে স্টাইরোফোমের প্যানেল লাগানো হয়েছিল বলে মনে হচ্ছে।
হংকংয়ের নিরাপত্তা সচিব ক্রিস ট্যাং এক সংবাদ সম্মেলনে বলেন, 'প্রাথমিক তথ্য অনুযায়ী, নিচতলার বাইরের সুরক্ষা জালে আগুন ধরে এবং ফোম বোর্ড পুড়ে দ্রুত ওপরের দিকে ছড়িয়ে পড়ে বহু তলায় পৌঁছে যায়।'
ট্যাং আরও জানান, তীব্র তাপের কারণে বাঁশের মাচাও দাউ দাউ করে জ্বলে ওঠে এবং জ্বলন্ত বাঁশের অংশ নিচের তলায় পড়ে আগুন আরও ছড়িয়ে দেয়।
হংকংজুড়ে নির্মাণস্থলে বাঁশের মাচা দেখা গেলেও, নিরাপত্তাজনিত কারণে স্থানীয় কর্তৃপক্ষ এর ব্যবহার ধীরে ধীরে বন্ধ করার চেষ্টা করছে।
অগ্নিকাণ্ডের আগের স্যাটেলাইট চিত্রে দেখা যায়, সংস্কারকাজের অংশ হিসেবে ভবনগুলো জালের মতো সুরক্ষাবেষ্টনীতে মোড়ানো ছিল।
ওয়াং ফুক ভবনগুলোর সংস্কারকাজ তদারকির দায়িত্বে থাকা তিনজনকে মানবহত্যার অভিযোগে এবং দুর্নীতির অভিযোগে আরও আটজনকে গ্রেপ্তার করা হয়েছে।
হংকং সরকার জানিয়েছে, ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের জন্য অস্থায়ী আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে এবং যারা বাসস্থান হারিয়েছেন তাদের আর্থিক সহায়তা প্রদান করা হবে।


Comments