ওমরজাইয়ের রেকর্ড, বড় জয়ে এশিয়া কাপ শুরু আফগানিস্তানের
অলরাউন্ডার আজমতউল্লাহ ওমরজাই ব্যাট হাতে জ্বলে উঠে মাত্র ২০ বলে ফিফটি হাঁকালেন। আফগানিস্তানকে এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে হংকংয়ের বিপক্ষে ৯৪ রানের বিশাল জয় এনে দেওয়ার পথে ম্যাচসেরা হলেন তিনি।
মঙ্গলবার আবুধাবিতে টস জিতে ব্যাটিংয়ে নেমে আফগানিস্তান উইকেট হারিয়ে ১৮৮ রান তোলে। ওপেনার সেদিকউল্লাহ আতাল একপ্রান্ত আগলে রেখে ৫২ বলে অপরাজিত ৭৩ রান করেন। তার একারই তিনটি ক্যাচ ছাড়েন হংকং ফিল্ডাররা। দুটি ক্যাচ ফেলেন দলটির অধিনায়ক ইয়াসিম মুর্তজা, আরেকটি ক্যাচ হাতছাড়া হয় তার বোলিংয়ে।
আতাল ও ওমরজাইয়ের পঞ্চম উইকেট জুটিতে স্রেফ ৩৫ বলে ৮২ রান আসে। এটি গ্রুপ 'বি'র ম্যাচে আফগানিস্তানের জয় নিশ্চিত করার পথে মূল চাবিকাঠি হয়ে দাঁড়ায়। বল হাতে দুই ওভারে ৪ রানের বিনিময়ে ১ উইকেট নেওয়ার আগে ২১ বলে দুটি চার ও পাঁচটি ছক্কায় ৫৩ রান করেন ওমরজাই।
এরপর আফগান বোলাররা সম্মিলিতভাবে চেপে ধরায় হংকংকে পুরো ওভার খেলে ৯ উইকেট খুইয়ে কেবল ৯৪ রান করতে পারে। তাদের মাত্র দুজন ব্যাটার দুই অঙ্ক ছুঁতে পারেন।
দিনের শুরুতে তাপমাত্রা ৪০ ডিগ্রির কাছাকাছি পৌঁছালেও সন্ধ্যার আর্দ্রতাই খেলোয়াড়দের জন্য ছিল বড় পরীক্ষা। বারবার তাই পানি পানের বিরতির প্রয়োজন পড়ে।
হংকংয়ের বোলাররা শুরুতেই দুবার আঘাত হানলেও আতাল দৃঢ়ভাবে দাঁড়িয়ে যান অভিজ্ঞ মোহাম্মদ নবিকে (২৬ বলে ৩৩ রান) নিয়ে। তৃতীয় উইকেটে তারা ৪১ বলে ৫১ রানের জুটি গড়ে দলকে ঘুরে দাঁড়াতে সাহায্য করেন।
নবি ফেরার পর আতাল ও ওমরজাই রানের গতি অনেক বাড়িয়ে দেন। ওমরজাই বিস্ফোরক ব্যাটিংয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তুলে নেন নিজের প্রথম হাফসেঞ্চুরি। এটি ক্রিকেটের এই সংস্করণে কোনো আফগান ব্যাটারের দ্রুততম ফিফটির রেকর্ড।
হংকংয়ের ফিল্ডাররা এদিন মোট পাঁচটি ক্যাচ ফেলেন। এরপর রান তাড়ায় ইনিংসের প্রথম পাঁচ ওভারের মধ্যেই ২২ রান তুলতে ৪ উইকেট হারায় তারা। সেই ধাক্কা সামলে আর দলটি ম্যাচে ফিরতে পারেনি।
সংক্ষিপ্ত স্কোর:
আফগানিস্তান: ২০ ওভারে ১৮৮/৬ (সেদিকউল্লাহ ৭৩*, গুরবাজ ৮, ইব্রাহিম ১, নবি ৩৩, নাইব ৫, ওমরজাই ৫৩, জানাত ২, রশিদ ৩*; আয়ুশ ২/৫৪, আতিক ১/৩২, এহসান ১/২৮, আইজাজ ০/২৬, ইয়াসিম ০/২৩, কিঞ্চিত ২/২৪)
হংকং: ২০ ওভারে ৯৪/৯ (জিশান ৫, আনশি ০, বাবর ৩৯, নিজাকাত ০, কালহান ৪, কিঞ্চিত ৬, ইয়াসিম ১৬, আইজাজ ৬, এহসান ৬, আয়ুশ ১*, আতিক ১*; ফারুকি ২/১৬, ওমরজাই ১/৪, গজনফর ০/৪, রশিদ ১/২৪, নুর ১/১৬, নাইব ২/৮, জানাত ০/২১)।


Comments