মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে অ্যাম্বুলেন্সে ধাক্কা, নিহত ২

স্টার অনলাইন গ্রাফিক্স

সাতক্ষীরায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে অ্যাম্বুলেন্সের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল চালকসহ ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও এক মোটরসাইকেল অরোহী আহত হয়েছেন।

শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে সাতক্ষীরা-খুলনা সড়কের গোবিনাথপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকার মো. বজলুর রহমান (৫৫), একই এলাকার আব্দুস সালাম (৩৫)। আহত একই এলাকার হাফিজুল ইসলাম (৫৪)।

সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন হাফিজুল ইসলাম জানান, তাকে ও বজলুর রহমানকে নিয়ে আব্দুস সালাম পাটকেলঘাটা থেকে শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে সাতক্ষীরা শহরে ফিরছিলেন। পথে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের গোবিনাথপুর এলাকায় পৌঁছালে বেতনা নদী খননের পড়ে থাকা মাটিতে মোটরসাইকেলের চাকা পিছলে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীতমুখী অ্যাম্বুলেন্সের সঙ্গে ধাক্কা মারে।

সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আসাদুজ্জামান নূর জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই বজলু ও সালামের মৃত্যু হয়েছে। তবে, হাফিজুর রহমান চিকিৎসাধীন।

কাটিয়া পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক কিশোর রায় জানান, মোটরসাইকেল ও অ্যাম্বুলেন্সটি জব্দ করে ফাঁড়িতে আনা হয়েছে। সড়কের ওপর পড়ে থাকা বেতনা নদী খননের মাটি বৃষ্টিতে পিচ্ছিল হয়ে এ দুর্ঘটনা ঘটেছে।

Comments

The Daily Star  | English

Which countries are affected by Trump's travel bans to the US?

US President Donald Trump signed a proclamation on Tuesday further restricting the entry of foreign nationals to the United States.

1h ago