জামালপুরে অটোরিকশা-কাভার্ডভ্যান মুখোমুখি সংঘর্ষে নিহত ৫, আহত ৪

আজ দুপুরে দিগপাইত এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ছবি: সংগৃহীত

জামালপুরে ব্যাটারিচালিত অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন এক শিশুসহ আরও ৫ জন।

আজ সোমবার দুপুর ১টার দিকে সদর উপজেলায় টাঙ্গাইল–জামালপুর আঞ্চলিক মহাসড়কের দিগপাইত এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

দুর্ঘটনায় নিহতরা হলেন—তিতপল্লা ইউনিয়নের চাঁন মিয়া (৬৫), সরিষাবাড়ী উপজেলার কলেজশিক্ষার্থী আরিফা খাতুন পলি (২৮), একই উপজেলার রাশেদ মিয়া (৩০), সুমাইয়া জামান সিঁথি (২৪) ও জাহাঙ্গীর আলম (৪০)। সিঁথি ও পলি আশেক মাহমুদ কলেজের শিক্ষার্থী ছিলেন বলে জানা গেছেন।

আহতরা হলেন—চাঁন মিয়ার স্ত্রী সন্ধ্যা বেগম (৫০), দিগপাইত এলাকার সাদিকা আক্তার (২৫), একই এলাকার ফারজানা বেগম (২২) এবং পলির ছেলে শিশু আরশ (৫)।

আরশ, সাদিকা ও সন্ধ্যা বেগমকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। জাহাঙ্গীর ও ফারজানাকে জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

পরে জাহাঙ্গীরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, জামালপুর থেকে ছেড়ে যাওয়া টাঙ্গাইলগামী একটি কাভার্ডভ্যানের সঙ্গে শহরমুখী ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রাশেদ মিয়া ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত অবস্থায় বাকিদের স্থানীয়রা উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আরিফা খাতুন পলিকে মৃত ঘোষণা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় চাঁন মিয়াও মারা যান।

ওসি নাজমুস সাকিব বলেন, 'কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'

Comments

The Daily Star  | English

Graffiti book, not altered map, gifted to Pakistani general: CA's office

Indian media report on altered Bangladesh map including Indian territory completely false, it says

3h ago