জামালপুরের কূপে গ্যাসের অস্তিত্ব

‘জামালপুর-১’ নামে পরিচিত অনুসন্ধান কূপ থেকে গ্যাস নির্গত হচ্ছে। ছবি: স্টার

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় প্রাকৃতিক গ্যাস অনুসন্ধানে খননকৃত কূপ থেকে প্রাথমিক পরীক্ষায় গ্যাসের অস্তিত্ব মিলেছে। 

আজ রোববার দুপুর পর্যন্ত কূপটি থেকে ৭ দশমিক ২ মিলিয়ন ঘনফুট চাপে গ্যাস নির্গত হচ্ছিল বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

'জামালপুর-১' নামে পরিচিত এই অনুসন্ধান কূপটি উপজেলার তারতাপাড়া এলাকায় অবস্থিত। প্রায় ২ হাজার ৬০০ মিটার গভীর এই কূপের ১৪৪১-১৪৪৫ মিটার স্তর থেকে গ্যাস পাওয়া গেছে। 

কর্মকর্তারা জানান, ওই স্তরের ওপরে আরেকটি স্তরেও গ্যাসের অস্তিত্ব রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

প্রকল্পের পরিচালক মো. মোজাম্মেল হক বলেন, 'গ্যাস নিঃসরণ হচ্ছে, তবে এখনই নির্দিষ্ট করে বলা যাচ্ছে না এর মজুত কতটা। আগামী ৭২ ঘণ্টা ধরে চলবে পর্যবেক্ষণ ও পরীক্ষামূলক উৎপাদন। এরপরই আমরা নিশ্চিতভাবে বলতে পারব মজুত ও সক্ষমতা সম্পর্কে।'

কূপটিতে গ্যাস ছাড়াও অন্য কোনো খনিজ পদার্থ, যেমন—তেল বা অন্যান্য জ্বালানি উপাদান রয়েছে কি না, সেটিও যাচাই করা হবে বলে জানান তিনি।

এ বছরের ২৪ জানুয়ারি অনুসন্ধান কূপটির খননকাজ উদ্বোধন করেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম। প্রায় ১৬৮ কোটি টাকা ব্যয়ে কূপ খনন প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।

সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের মতে, যদি পরীক্ষার ফলাফল আশানুরূপ হয়, তবে এই কূপ জামালপুর অঞ্চলের জন্য একটি বড় প্রাকৃতিক সম্পদের উৎস হয়ে উঠতে পারে। এটি দেশের সামগ্রিক জ্বালানি নিরাপত্তায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

Comments

The Daily Star  | English
US wants Bangladesh trade plan,

Reducing US trade GAP: Dhaka turns to Boeing, wheat imports

Bangladeshi officials are preparing for a third round of talks in Washington next week

9h ago