জামালপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজশিক্ষক নিহত

জামালপুর

জামালপুর সদর উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় রাজু আহমেদ (৩৫) নামে এক কলেজ শিক্ষক নিহত হয়েছেন। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার স্ত্রী স্কুলশিক্ষক সাদিয়া আক্তার।

গতকাল শনিবার সন্ধ্যা ৭টার দিকে নান্দিনার মহেশপুর কালিবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাজু আহমেদ জামালপুর সদরের নান্দিনা এলাকার মৃত লিয়াকত আলীর ছেলে। তিনি জামালপুর সরকারি জাহেদা সফির মহিলা কলেজের প্রাণীবিজ্ঞান বিভাগের প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাজু আহমেদ ও তার স্ত্রী সাদিয়া মোটরসাইকেলে বাড়ির দিকে যাচ্ছিলেন। নান্দিনার মহেশপুর কালিবাড়ী এলাকায় পৌঁছলে হঠাৎ সাদিয়া পেছন থেকে পড়ে যান।

এ সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে দুইজনই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক রাজু আহমেদকে মৃত ঘোষণা করেন।

জামালপুর সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ফয়সাল মোহাম্মদ আতিক জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

Comments

The Daily Star  | English

National polls, referendum on same day: CA

Yunus says in a televised address to the nation this afternoon

7m ago