পূর্বাচল লেক থেকে এবার নিহত কিশোরীর বন্ধুর মরদেহ উদ্ধার

সাঁইনুর রশীদ কাব্য। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচলের একটি লেক থেকে গতকাল উদ্ধার হয়েছিল এক কিশোরীর মরদেহ। একই লেক থেকে আজ বুধবার সকালে নিহত কিশোরীর বন্ধুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

জেলার সহকারী পুলিশ সুপার (এএসপি) মেহেদী ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করে জানান, নিহত সাঁইনুর রশীদ কাব্য (১৬) ঢাকার আদমজী ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিল।

নিহত কাব্যর মা সোনিয়া রশীদ ডেইলি স্টারকে জানান, ১৬ ডিসেম্বর সন্ধ্যায় নিজের মোটরসাইকেল নিয়ে বের হয় কাব্য। সেদিন রাত ৯টার দিকে সবশেষ ফোনে কথা হয় তার সঙ্গে। এরপর রাতে সে বাসায় ফেরেনি।

এ ঘটনায় রাজধানীর কাফরুল থানায় একটি সাধারণ ডায়েরিও করা হয়েছে বলে জানান তিনি।

লেক থেকে কাব্যর মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে বলে জানান এএসপি মেহেদী।

গতকাল সকালে ওই লেক থেকে উদ্ধার হয় সুজানার মরদেহ। সন্ধ্যায় তার মা মরদেহ শনাক্ত করেন। তারা ঢাকার কচুক্ষেত এলাকার বাসিন্দা।

সুজানা ঢাকার ভাসানটেক সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিল।

কাব্য ও সুজানা বন্ধু ছিল বলে উভয় পরিবারের সদস্যরা নিশ্চিত করেছেন।

কাব্যর মা সোনিয়া ডেইলি স্টারকে বলেন, 'কাব্যর ফুফাতো ভাই ও সুজানা সহপাঠী। একই কোচিংয়ে যাতায়াতের সুবাদে মাসখানেক ধরে সুজানা ও কাব্যর বন্ধুত্ব হয়।'

আজ বিকেলে এক সংবাদ সম্মেলনে নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার বলেন, 'প্রাথমিক তথ্য ও আলামতের ভিত্তিতে মনে হচ্ছে, তারা দুজন মোটরসাইকেলে ছিলেন এবং অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলসহ লেকে পড়ে যান।'

'মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহের ময়নাতদন্ত হবে। তাছাড়া, আশেপাশের এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজও সংগ্রহে কাজ করছে পুলিশ,' বলেন তিনি।

Comments

The Daily Star  | English

1 killed in attack on ‘darbar sharif’ in Rajbari

Hundreds of people attacked a “darbar sharif”, exhumed the body of Nurul Haque -- widely known locally as “Nural Pagla” -- from his grave and set it on fire in Goalanda upazila of Rajbari yesterday.

4h ago