নোয়াখালীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

Road accident logo
স্টার ডিজিটাল গ্রাফিক্স

নোয়াখালীর সোনাইমুড়ীতে বেপরোয়া গতির মোটরসাইকেল দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন।

নিহতরা হলেন—সোনাপুর ইউনিয়নের কোটবাড়িয়া গ্রামের বাইল্লা বাড়ির মো. রফিকের ছেলে মোটরসাইকেল চালক মো. মামুন (৩০) এবং বেগমগঞ্জ উপজেলার মিরওয়ারিশপুর ইউনিয়নের দেওড়ি বাড়ির মৃত সীতারাম সাহার ছেলে পথচারী শমসের সাহা (৫৫)।

গতকাল শনিবার রাত ১১টার দিকে নোয়াখালী-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের বজরা আফানিয়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে। চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন ভূঁইয়া আজ রোববার বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে শমসের সাহা সিএনজিচালিত অটোরিকশা থেকে নেমে বাড়ির দিকে হেঁটে যাচ্ছিলেন। চৌমুহী চৌরাস্তা থেকে একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল চালক মামুন ও পথচারী শমসের গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে আড়াইশ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি মোবারক হোসেন ভূঁইয়া বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখনো কোনো পক্ষ অভিযোগ করেনি। মরদেহ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

Comments

The Daily Star  | English

Khaleda Zia’s body taken to Parliament Complex ahead of janaza

Janaza will be held at Manik Mia Avenue at 2pm

2h ago